দিনের বেলাতেও এই জায়গায় কেউ প্রবেশ করে না! পৃথিবীর অন্যতম হন্টেড স্থানে যাবেন?
- Published by:Rohan roychowdhury
Last Updated:
advertisement
1/7

আত্মহত্যার জঙ্গল’ নামে পরিচিত এই বন সাক্ষী অনেক মৃত্যুর। জাপানে আত্মহত্যার হার এমনিতে আনেক বেশি। ২০১৫ সালে দেশটিতে ২৪০০০ মানুষ আত্মহত্যায় মৃত্যুবরণ করেন, তার মধ্যে অকিগাহারার ভেতরে মারা যান ১০০ জন
advertisement
2/7
ফুজি পর্বতমালার পাদদেশে লাভার পাথরে মসে ঢাকা জমিনের ওপর সাইপ্রেস ও পাইন গাছে ভর্তি দেড় মাইল লম্বা এক জঙ্গল। জাপানি ভাষায় জঙ্গলটির নাম অকিগাহারা। এই বনটি পৃথিবীতে খুব পরিচিত, তবে তা এর সৌন্দর্যের জন্য নয় বরং, জাপানের অকিগাহারা বন ‘জনপ্রিয়’ আত্মহত্যা করার জন্য
advertisement
3/7
সাইনবোর্ডের দিকে তাকাল দেখা যায় সেখানে ঋণের টাকা পরিশোধের জন্য সাহায্যের আশা দেওয়া হচ্ছে। জাপানে মানুষ কাজ ও পড়ালেখা নিয়ে যথেষ্ট মানসিক পীড়নে ভোগেন
advertisement
4/7
জাপানি লোককথা অনুযায়ী, এ জঙ্গলে যারা আত্মহত্যা করেছে তাদের প্রেতাত্মারা এখানে ঘুরে বেড়ায়। আর যারা একবার এখানে প্রবেশ করে তারা আর ফিরে আসতে পারে না
advertisement
5/7
রহস্যময় আওয়াজ, গোঙানি, কান্না ভেসে আসে জঙ্গলের ভেতর থেকে। বেশিরভাগ ২২ থেকে ৩৫ বছরের ছেলে মেয়েরাই বেশি আত্মহত্যা করে এই জঙ্গলে
advertisement
6/7
জাপানের এই জঙ্গল আত্মহত্যা করার জন্য পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে পছন্দের স্থান। এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকোর গোল্ডেন ব্রিজ
advertisement
7/7
এই জঙ্গলে বিভিন্ন জায়গায় এভাবেই গাছের মাথায় পুতুল বাধা দেখা যায়। ব্ল্যাক ম্যাজিক হয় এখানে
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
দিনের বেলাতেও এই জায়গায় কেউ প্রবেশ করে না! পৃথিবীর অন্যতম হন্টেড স্থানে যাবেন?