TRENDING:

Ants Predict Luck: বাড়িতে লাল পিঁপড়ে হয়েছে? সাবধান ! জ্যোতিষশাস্ত্র বলছে, সামনেই আপনার খারাপ সময়

Last Updated:
জ্যোতিষশাস্ত্রর দাবি, লাল পিঁপড়ে খারাপ সময় বয়ে আনে। ঘরে লাল পিঁপড়ে দেখলে জানবেন, সামনেই ঘোর দুঃসময়!
advertisement
1/5
বাড়িতে লাল পিঁপড়ে হয়েছে? সাবধান ! জ্যোতিষশাস্ত্র বলছে, সামনেই আপনার খারাপ সময়
জ্যোতিষশাস্ত্রর দাবি, জীবনে ভাল বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায়! সামনের সময় কেমন কাটবে, তা বোঝা যায় বাড়িতে কীরকম পিঁপড়ে ভিড় জমিয়েছে, তার থেকে। বিজ্ঞান অবশ্য মনে করে, পশু-প্রাণীরা অনেককিছুই আগে থেকে বুঝতে পারে! তাদের ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের থেকে বেশি সচল।
advertisement
2/5
জ্যোতিষশাস্ত্রর দাবি, লাল পিঁপড়ে খারাপ সময় বয়ে আনে। ঘরে লাল পিঁপড়ে দেখলে জানবেন, সামনেই ঘোর দুঃসময়! আর্থিক অনটন শুরু হল বলে!
advertisement
3/5
কিন্তু লাল পিঁপড়ের মুখে যদি ডিম থাকে, তা ভাল লক্ষণ
advertisement
4/5
তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কালো পিঁপড়ে শুভ। ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়ালে জানবেন টাকা আসতে চলেছে।
advertisement
5/5
যদি দেখেন চালের কৌটোর মধ্যে থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে, তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনি টাকা পেতে চলেছেন। গয়নার বাক্সে পিঁপড়ে দেখলে বুঝবেন আপনি সোনাদানা পেতে চলেছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ants Predict Luck: বাড়িতে লাল পিঁপড়ে হয়েছে? সাবধান ! জ্যোতিষশাস্ত্র বলছে, সামনেই আপনার খারাপ সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল