Annabelle Doll: অভিশপ্ত অ্যানাবেল ডল-কে নিয়ে ট্যুরে বেরিয়ে মৃ*ত্যু ভূত বিশেষজ্ঞের, আচমকা এমন অদ্ভুত মৃ*ত্যুতে বিশ্বজুড়ে তোলপাড়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Annabelle Doll: অ্যানাবেলকে নিয়ে অনেক জল্পনা এবং রহস্য রয়েছে। তার সাম্প্রতিক উদাহরণ 'প্যারানরমাল ইনভেস্টিগেটর' ড্যান রিভেরার মৃ*ত্যু।
advertisement
1/11

বিশ্বের সবচেয়ে ভৌতিক পুতুলের নাম অ্যানাবেল। আদুরে পুতুল শব্দটির সঙ্গে ভৌতিক শব্দটি একেবারেই বেমানান হলেও, এটিই সত্যি। মনে করা হয় সেই পুতুল ভৌতিক। এক সময় গৃহকর্তার ঘুম উড়িয়েছিল পুতুলটি।
advertisement
2/11
অ্যানাবেলকে নিয়ে অনেক জল্পনা এবং রহস্য রয়েছে। তার সাম্প্রতিক উদাহরণ 'প্যারানরমাল ইনভেস্টিগেটর' ড্যান রিভেরার মৃত্যু।
advertisement
3/11
৫৪ বছর বয়সি ড্যান 'ভূতুড়ে' সেই পুতুলের সঙ্গে ভ্রমণ করছিলেন। সেই ভ্রমণের মাঝেই মৃত্যু হয়েছে তাঁর। একই সঙ্গে উস্কে দিয়েছে নানা জল্পনা।
advertisement
4/11
ড্যান 'প্যারানরমাল ইনভেস্টিগেটর' হিসেবে বিশ্বের কাছে পরিচিত ছিলেন। ভূত খোঁজার জন্য ডাকা হত তাঁকে। নেটফ্লিক্সের '২৮ ডেজ হন্টেড'-সহ আরও বেশ কয়েকটি অনুষ্ঠানের প্রযোজক হিসাবেও কাজ করেছিলেন। সাম্প্রতিক সফরে অ্যানাবেল পুতুল নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেই সফরের মধ্যেই মৃত্যু হয়েছে ড্যানের।
advertisement
5/11
সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাহিনীর প্রাক্তন সেনা ড্যান পেনসিলভ্যানিয়ায় 'ডেভিলস অন দ্য রান' নামে একটি ভ্রমণে যোগ দিয়েছিলেন।
advertisement
6/11
সেই ভ্রমণে 'অ্যানাবেল' পুতুলটিকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার কথা ছিল তাঁর। ভ্রমণের তিন দিনের মাথায় গেটিসবার্গ পৌঁছে রবিবার মৃত্যু হয় তাঁর।
advertisement
7/11
সফর শেষ করার পরেই অদ্ভুত ভাবে মারা যান ড্যান। রবিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের হোটেলে তাঁর কামরায় নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পৌঁছনোর আগেই মারা যান ড্যান। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
advertisement
8/11
যদিও সংবাদমাধ্যম ইভিনিং সান অনুযায়ী, ড্যানের অফিসের কর্মীরা জানিয়েছেন যে মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অনেকে আবার ঘটনাটিকে 'ভূতুড়ে পুতুলের কাণ্ড' বলেও দাবি করছেন।
advertisement
9/11
আর ড্যানের মৃত্যুর মাধ্যমেই বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও ভৌতিক বস্তু হিসেবে পরিচিত ‘অ্যানাবেল’ পুতুল ফের উঠে এসেছে আলোচনায়। কিছুদিন আগে এই ভৌতিক পুতুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর হয়েছিল।
advertisement
10/11
ট্যুরে বেরিয়ে গায়েব হয়ে গিয়েছে বলে ছড়িয়েছিল খবর। অবশেষে জানা যায়, যথাস্থানেই ফিরে এসেছিল ভূতুড়ে পুতুল অ্যানাবেল। পুতুলটি অক্ষত রয়েছে, কোনও লাগামছাড়া আচরণ করেনি বলে যদিও দাবি করা হচ্ছে।
advertisement
11/11
কিন্তু ভূতুড়ে পুতুলের সঙ্গে একাধিক অঘটনের যোগসূত্র খুঁজে পাচ্ছেন সকলে, যার মধ্যে রয়েছে জেল ভেঙে কয়েদির পালিয়ে যাওয়া, অগ্নিকাণ্ডের ঘটনা। এবার শেষ পর্যন্ত ভূত বিশেষজ্ঞের মৃত্যু।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Annabelle Doll: অভিশপ্ত অ্যানাবেল ডল-কে নিয়ে ট্যুরে বেরিয়ে মৃ*ত্যু ভূত বিশেষজ্ঞের, আচমকা এমন অদ্ভুত মৃ*ত্যুতে বিশ্বজুড়ে তোলপাড়