Ambubachi 2021: শুরু হতে চলেছে পৃথিবীর ঋতুকাল ‘অম্বুবাচী’, জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আষাঢ়ের ৭ তারিখ থেকে ১০ দিনের মধ্যে পালিত হয় এই পার্বণ। দেখে নিন কবে শুরু হচ্ছে অম্বুবাচী (Ambubachi 2021), কবেই বা শেষ হচ্ছে এই তিথি ।
advertisement
1/6

• লোকবিশ্বাস মতে, আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন। এই সময়টিতে অম্বুবাচী (Ambubachi) পালন করা হয়। বাংলা প্রবাদে রয়েছে ‘কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী।’ এ দিন থেকেই হয় অম্বুবাচী শুরু।
advertisement
2/6
• জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়। অর্থাৎ, পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। আগামী ৭ আষাঢ়, মঙ্গলবার অম্বুবাচী ।
advertisement
3/6
• অসমের কামাক্ষ্যা (Kamakhya Temple, Assam) মন্দিরে অম্বুবাচী উপলক্ষ্যে উৎসব পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের ৭ তারিখ থেকে ১০ দিনের মধ্যে পালিত হয় এই পার্বণ। আষাঢ় মাসে রবি, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রের প্রথমার্ধে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিথিকালে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন ৷
advertisement
4/6
• শাস্ত্রমতে অম্বুবাচীর ৩ দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভ কর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহ প্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনও কাজ এই সময় করা হয় না। চতুর্থ দিন থেকে কোনও বাধা থাকে না। দেবী কামাক্ষ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। কামাক্ষ্যা মন্দির ৫১ সতীপীঠের অন্যতম পীঠ । বলা হয় সতীর অঙ্গচ্ছেদের সময় এই স্থানে দেবীর যোনি পড়েছিল ।
advertisement
5/6
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে– অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)– বাংলা– ৭ আষাঢ়, মঙ্গলবার। ইংরেজি– ২২ জুন, মঙ্গলবার। সময়– সকাল ৫টা ৩৯ মিনিট। অম্বুবাচী নিবৃত্তি (শেষ)– বাংলার– ১০ আষাঢ়, শুক্রবার। ইংরেজি– ২৫ জুন, শুক্রবার। সময়– সন্ধ্যা ৫টা ৩৪ মিনিট।
advertisement
6/6
• গুপ্তপ্রেস পঞ্জিকা মতে– অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)– বাংলার– ৭ আষাঢ়, মঙ্গলবার। ইংরেজি– ২২ জুন, মঙ্গলবার। সময়– রাত ২টো ০৫ মিনিট ৩৯ সেকেন্ড। অম্বুবাচী নিবৃত্তি (শেষ)– বাংলা– ১০ আষাঢ়, শুক্রবার। ইংরেজি– ২৫ জুন, শুক্রবার। সময়– রাত ২টো ২৮ মিনিট ৫৩ সেকেন্ড।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ambubachi 2021: শুরু হতে চলেছে পৃথিবীর ঋতুকাল ‘অম্বুবাচী’, জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট