TRENDING:

Amazing Facts:কেন দু'হাত জড়ো করে নমস্কার করা হয়? বৈজ্ঞানিক কারণটা জানলে অবাক হবেন

Last Updated:
খনও ভেবে দেখেছেন, আমারা কেন হাত জড়ো করে নমস্কার করি? এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ
advertisement
1/4
কেন দু'হাত জড়ো করে নমস্কার করা হয়? বৈজ্ঞানিক কারণটা জানলে অবাক হবেন
নতুন কারও সঙ্গে আলাপ হলে, কাউকে অভ্যর্থনা জানানোর সময় আমরা সাধারণত দুটো হাত জড়ো করে নমস্কার করি। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আমারা কেন হাত জড়ো করে নমস্কার করি? এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ
advertisement
2/4
কিন্তু বিজ্ঞান বলছে, হাতজোড় করার ফলে আমাদের দুই হাতের পাঁচটি আঙুলের ডগা পরস্পরের সঙ্গে মিলে যায়। পাঁচটি আঙুলের ডগা পরস্পরের সঙ্গে মিলে যাওয়ার ফলে আমাদের চোখ, কান এবং মস্তিষ্কের প্রেশার পয়েন্টে চাপ পড়ে।
advertisement
3/4
এই চাপই ওই ব্যক্তিকে দীর্ঘ দিনের জন্য মনে রাখতে আমাদের সাহায্য করে।
advertisement
4/4
নমস্কার হচ্ছে বৈদিকযুগ হতে প্রচলিত সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহৃত অভিবাদনসূচক শব্দ। সাধারণত দুই হাত জোড় করে ‘নমস্কার’ শব্দটি উচ্চারণ করা হয়ে থাকে বলে একে অঞ্জলি মুদ্রা বা প্রণামও বলা হয়। কাউকে নমস্কার করা মানে তাঁকে সম্মান প্রদর্শন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Amazing Facts:কেন দু'হাত জড়ো করে নমস্কার করা হয়? বৈজ্ঞানিক কারণটা জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল