TRENDING:

ঘোড়ায় চেপে বিয়ে করতে রওনা দিচ্ছিলেন বর, আচমকাই এলাকা ঘিরে ফেলে ৩টি থানার পুলিশ; হতবাক গ্রামবাসীরাও

Last Updated:
Alwar News: আসলে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার বিষয়ে গ্রাম থেকে ছাড়পত্র পাচ্ছিলেন না রাহুল কুমার। আর সেই অভিযোগই তিনি জানিয়েছিলেন জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের কাছে।
advertisement
1/6
ঘোড়ায় চেপে বিয়ে করতে রওনা দিচ্ছিলেন বর, আচমকাই এলাকা ঘিরে ফেলে ৩টি থানার পুলিশ!
গত শনিবার সন্ধ্যায় রাজস্থানের খৈরথাল এলাকার মুণ্ডাওয়ার থানার অন্তর্গত লামচাপুর গ্রামের বাসিন্দা দলিত বর রাহুল কুমার রীতিমতো ঘোড়ায় চড়ে বরযাত্রী নিয়ে আনতে চললেন কনে। তবে পুরো ব্যাপারটাই ঘটেছে পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে।
advertisement
2/6
কিন্তু এহেন কড়া নিরাপত্তার বেষ্টনীর কারণটা ঠিক কী? হবু বর রাহুল জানিয়েছিলেন যে, বিয়ের আগে তাঁদের গ্রামে কিছু মানুষ তাঁদের পরিবারকে সাবধান করেছিল। জানিয়েছিল যে, ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়া চলবে না।
advertisement
3/6
আসলে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার বিষয়ে গ্রাম থেকে ছাড়পত্র পাচ্ছিলেন না রাহুল কুমার। আর সেই অভিযোগই তিনি জানিয়েছিলেন জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের কাছে। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। একেবারে কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রাহুলকে গ্রাম থেকে বার করা হয়।
advertisement
4/6
আর রাহুল যখন গ্রাম থেকে বেরোচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন খোদ মুণ্ডাওয়ার থানার ইনচার্জ, কোটকাসিম থানার ইনচার্জ এবং তাতারপুর থানার ইনচার্জ। জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থাও। গ্রাম থেকে বেরোনোর সময় এলাকাটিকে মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে। গ্রামে কী কী চলছে, সেদিকেও নজর রাখা হচ্ছিল! আর বিশাল পুলিশ বাহিনী দেখে তাজ্জব বনে গিয়েছিলেন গ্রামবাসীরাও।
advertisement
5/6
যেহেতু মুণ্ডাওয়ারের সাব ডিভিশনাল অফিসার প্রিয়াঙ্কা বাডগুজর ছুটিতে ছিলেন, তাই তহসিলদার মদন সিং গোটা বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন। প্রথমে গ্রামবাসীদের মধ্যে এই বিষয়টি নিয়ে অল্পবিস্তর বিরোধিতা দেখা দিলেও পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে রাহুল কুমার ঘোড়ায় চড়ে নিয়মরীতি মেনে গ্রাম থেকে বেরোন।
advertisement
6/6
হবু বর রাহুল কুমারের বিয়ে করতে যাওয়ার কথা ছিল কোটপুতলি এলাকায়। রাহুল গ্রাম থেকে বেরোনোর সময় সেখানে উপস্থিত ছিলেন মেঘওয়াল সম্প্রদায়ের কয়েকশো মানুষ। রাহুল কুমার বলেন, তাঁর অভিযোগের ভিত্তিতে প্রশাসন সম্পূর্ণ ভাবে সহযোগিতা করেছে। যার ফলে তিনিও নিশ্চিন্তে এবং শান্তিপূর্ণ ভাবে বিয়ে করতে যেতে পেরেছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ঘোড়ায় চেপে বিয়ে করতে রওনা দিচ্ছিলেন বর, আচমকাই এলাকা ঘিরে ফেলে ৩টি থানার পুলিশ; হতবাক গ্রামবাসীরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল