Alcohol: RUM এর পুরো নাম কী? জানেন? ৯৯% মানুষই জানেন না! আপনি জানলেও চমকে যাবেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সুরাপ্রেমীদের কাছে রামের জনপ্রিয়তা ভীষণরকম। আবার অনেককেই নিদান দিতে শোনা যায় ঠাণ্ডা লাগলে রাম খেয়ে ঘুম দাও।
advertisement
1/6

সুরাপ্রেমীদের কাছে রামের জনপ্রিয়তা ভীষণরকম। আবার অনেককেই নিদান দিতে শোনা যায় ঠাণ্ডা লাগলে রাম খেয়ে ঘুম দাও। (প্রতীকী ছবি)
advertisement
2/6
অনেক সময় এমনভাবে বলা হয়, যেন রাম আসলে ওষুধেরই মত। সত্যিই কি রাম ওষুধ? দেখে নেওয়া যাক রামের পুরো নাম কী। (প্রতীকী ছবি)
advertisement
3/6
ইতিহাস মতে, ১৯ শতকে একসময়ে চিকিৎসকরাও সর্দি-জ্বরে সীমিত পরিমাণে রাম পান করতে বলা হয়েছে। দেখে নেওয়া যাক রাম-এর পুরো নাম কী। রামের পুরো নাম 'রেগুলার ইউজড মেডিসিন'। (প্রতীকী ছবি)
advertisement
4/6
রামের অ্যালকোহলের প্রভাবে শরীরে গরম অনুভব হয়। তাছাড়া কিছুটা শান্ত অনুভুতি হয়। ফলে জ্বরের যন্ত্রণা উপশম হয়। আরাম মেলে এই ধরনের অসুখে। (প্রতীকী ছবি)
advertisement
5/6
অনেকের মতে, রাম খারাপ ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। তবে তার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। (প্রতীকী ছবি)অনেকেই তাই সর্দি-কাশি হলে গরম জলে একটু মিশিয়ে পান করে থাকেন। কিন্তু, এতে সাময়িক স্বস্তি হলেও কোনও কিছুই অতিরিক্ত ভাল নয়। রামের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। (প্রতীকী ছবি)
advertisement
6/6
হাভার্ড প্রকাশিত সমীক্ষা অনুসারে, অতিরিক্ত রাম পান করলে লিভারের ক্ষতি হয়। এরফলে লিভারের সিরোসিস হতে পারে। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Alcohol: RUM এর পুরো নাম কী? জানেন? ৯৯% মানুষই জানেন না! আপনি জানলেও চমকে যাবেন