TRENDING:

Alcohol Flight Rules India: ভারতে বিমানে ঠিক কতটা মদ খেতে পারবেন জানেন? নিয়ম না মানলে হতে পারে বড় জরিমানা!

Last Updated:
Alcohol Flight Rules India: DGCA-এর নিয়ম অনুযায়ী, ভারতের অভ্যন্তরীণ বিমানে যাত্রীরা নির্দিষ্ট শর্তে চেকড ব্যাগে সর্বোচ্চ ৫ লিটার অ্যালকোহল বহন করতে পারেন। তবে প্যাকেজিং, অ্যালকোহলের পরিমাণ এবং গন্তব্য রাজ্যের আইন মেনে চলা বাধ্যতামূলক। ফ্লাইটের মধ্যে কতটা মদ খেতে পারবেন সেটাও জানুন....
advertisement
1/12
ভারতে বিমানে ঠিক কতটা মদ খেতে পারবেন জানেন? নিয়ম না মানলে হতে পারে বড় জরিমানা!
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) এবং ভারতের এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ উড়ানে অ্যালকোহল বহনের জন্য নির্দিষ্ট নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে, যাত্রীরা তাদের চেকড-ইন লাগেজে সর্বোচ্চ ৫ লিটার অ্যালকোহল বহন করতে পারেন, তবে কিছু শর্ত মেনে চলতে হবে।
advertisement
2/12
এই নিয়মগুলো মূলত ভ্রমণকারীদের ক্রমবর্ধমান আগ্রহের ভিত্তিতে তৈরি হয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন রাজ্যের বিশেষ ধরনের অ্যালকোহল যেমন রিজিওনাল স্পিরিট, ক্র্যাফট বিয়ার বা লোকাল ওয়াইন বহন করতে চান, তাদের সুবিধার্থেই নিয়ম নির্ধারণ করা হয়েছে।
advertisement
3/12
ভারতের অভ্যন্তরীণ ভ্রমণে বিশেষ করে গোয়ার মতো পর্যটন গন্তব্য বা নাসিকের ওয়াইনারি থেকে ফেরার পথে অনেক যাত্রী অ্যালকোহল নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। এই কারণে ছুটির মরসুমে নিয়ম স্পষ্ট করে জানানো হয়েছে।
advertisement
4/12
চেক-ইন লাগেজে যে অ্যালকোহল বহন করা যাবে, তার অ্যালকোহল কনটেন্ট ২৪% থেকে ৭০% এর মধ্যে হতে হবে। ৭০% এর বেশি অ্যালকোহলযুক্ত কোনো পানীয়ই বিমানে বহনের অনুমতি নেই।
advertisement
5/12
এছাড়াও, যে অ্যালকোহল বহন করা হবে তা অবশ্যই মূল প্যাকেট বা সিল করা বটলে থাকতে হবে। খোলা বা আংশিক খাওয়া বোতল নিষিদ্ধ। এমন বোতল পেলেই তা বাতিল করে দেওয়া হবে।
advertisement
6/12
অ্যালকোহল যেহেতু ভঙ্গুর বোতলে থাকে, তাই সঠিকভাবে প্যাক করা জরুরি। বোতলগুলো বুবল র‍্যাপে মুড়ে রাখতে হবে অথবা সফট কাপড়ের মাঝে রাখতে হবে যাতে যাত্রাপথে ভেঙে না যায় বা তরল বেরিয়ে না পড়ে।
advertisement
7/12
যেসব পানীয়তে অ্যালকোহলের পরিমাণ ২৪% এর কম, যেমন বিয়ার বা বেশিরভাগ ওয়াইন, সেগুলোর ক্ষেত্রে আরও শিথিল নিয়ম আছে। এসব পানীয়ের জন্য নির্দিষ্ট পরিমাণের সীমা নেই।
advertisement
8/12
এই শিথিলতা নিরাপত্তার দিক থেকে কম ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে দেওয়া হয়েছে। ফলে অনেক যাত্রী বেশি পরিমাণে ওয়াইন বা ক্র্যাফট বিয়ার সহজেই নিয়ে যেতে পারেন।
advertisement
9/12
হ্যান্ড ব্যাগেজে সাধারণভাবে অ্যালকোহল বহন নিষিদ্ধ। তবে ডিউটি-ফ্রি জোন থেকে কেনা অ্যালকোহল এর ব্যতিক্রম। সেক্ষেত্রে তা সিকিউরিটি ট্যাম্পার এভিডেন্ট ব্যাগে রাখতে হবে এবং পরিমাণ এক লিটারের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
advertisement
10/12
Vistara ও SpiceJet মতো কিছু এয়ারলাইন্স নির্দিষ্ট প্যাকেজিং ও বিল-প্রমাণসহ ক্যাবিন ব্যাগে অ্যালকোহল বহনের অনুমতি দেয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এয়ারলাইন্সের ওপর নির্ভর করে।
advertisement
11/12
বিমানের মধ্যে নিজের অ্যালকোহল খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কেবলমাত্র এয়ারলাইন্স কর্তৃপক্ষ অনুমোদিত পানীয় সরবরাহ করে থাকে। কেউ নিজের অ্যালকোহল খেলে জরিমানা বা ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতিও হতে পারে।
advertisement
12/12
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গন্তব্য রাজ্যের অ্যালকোহল আইন সম্পর্কে আগেভাগে জেনে নেওয়া। কারণ ভারতের কিছু রাজ্যে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ বা সীমিত। এসব ক্ষেত্রে আইন ভাঙলে শাস্তি হতে পারে, তাই সতর্ক থাকা জরুরি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Alcohol Flight Rules India: ভারতে বিমানে ঠিক কতটা মদ খেতে পারবেন জানেন? নিয়ম না মানলে হতে পারে বড় জরিমানা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল