TRENDING:

Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়াতে ‘এই’ জিনিসগুলি দান করুন, কাটবে বাধা, উজ্জ্বল হবে ভবিষ্যত

Last Updated:
এই বছর অক্ষয় তৃতীয় (Akshaya Tritiya) পড়েছে ৩ মে৷ দান খুব মহৎ, তা সে ক্ষুদ্র দান হক বা বৃহৎ দান ...
advertisement
1/10
অক্ষয় তৃতীয়াতে ‘এই’ জিনিসগুলি দান করুন, কাটবে বাধা, উজ্জ্বল হবে ভবিষ্যত
#কলকাতা: অক্ষয় তৃতীয় প্রতি বছর বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে হয়৷ এই বছর অক্ষয় তৃতীয় (Akshaya Tritiya) পড়েছে ৩ মে৷ অক্ষয় তৃতীয়ার অর্থ হল এই তৃতীয়া তিথি যার ক্ষয় নেই৷ অর্থাৎ এই দিনে যে পুণ্য, ফল, ধন এই সব যা প্রাপ্ত হয় তার কোনও শেষ হয় না৷ এই দিনে আপনি যা অর্জন করবেন তা কখনও শেষ হবে না৷ তা অক্ষয় থেকে যাবে৷ তার কোনও হ্রাস হয় না৷ কাশীর জ্যোতিষাচার্য চক্রপাণি ভট্ট জানেন যে অক্ষয় তৃতীয়াতে সোনা ও রুপো কেনার গুরুত্ব ও শুভ সময়ের জন্য৷ ৷ তবে শুধু নিজের শ্রীবৃদ্ধির জন্য সোনা বা রুপোর কেনাকাটার পাশাপাশি সুন্দর দিন ও শুভ সময়ের জন্য পরিবারের ভালর জন্য দান করুন এই অক্ষয় তৃতীয়ার দিনে৷ তবে কি কি দান করতে হবে তা জেনে নিন l
advertisement
2/10
যব দান করতে পারেন এই বিশেষ তিথিতে.প্রাচীনতম অন্ন হিসেবে গণ্য হয়৷ হিন্দু শাস্ত্রে এর মাহাত্ম্য সোনার সমান৷
advertisement
3/10
অক্ষয় কলস- একটি কলসে জল ভরে ব্রাহ্মণকে দান করলে সংসারে সুখ, শান্তি উপচে পড়ে৷ তাই তা দান করতে পারেন এই পুণ্য তিথিতে৷
advertisement
4/10
অক্ষয় তৃতীয়ার দিনে কোনও দুঃস্থ মানুষকে অন্নদান করতে পারেন৷ এতে পুণ্যফল লাভ হয়৷
advertisement
5/10
হিন্দু ধর্মে গোমাতার গুরুত্ব আলাদা৷ তাই বিশেষদিনে যদি গোদান করা যায় তাহলে পরিবারের অত্যন্ত মঙ্গল হয়৷
advertisement
6/10
এই দিনে গুড়, ঘি, নুন দান করলেও সমৃদ্ধি আসে৷ তাই এই বস্তুও নিজের সাধ্যমতো দান করতে পারেন৷
advertisement
7/10
এই বিশেষদিনে কোনও ব্রাহ্মণকে তিল ও বস্ত্র দান করতে পারেন৷ তাহলে অনেক জীবনের কঠিন সময় সহজেই পার করতে পারবেন৷
advertisement
8/10
অক্ষয় তৃতীয়াতে সোনা ও রুপোর কেনাকাটা অক্ষয় তৃতীয়ার বিশেষ ধার্মিক গুরুত্ব রয়েছে৷ এই তিথিতে ব্রহ্মদেবের পুত্র অক্ষয় কুমারের উদ্ভব হয়েছিল৷ এই তিথিতে গঙ্গা অবতরণ করেছিলেন৷ এই দিনে পরশুরাম জয়ন্তীও পালন হয়৷ এই ভগবান বিষ্ণুর পুজো করা হয়৷ যিনি সুখ সমৃদ্ধি প্রদান করেন৷ অক্ষয় তৃতীয়ায় কেনা সোনা, গয়না, রুপো, সব অক্ষয় হয়ে থাকে সংসারে৷ মা লক্ষ্মীর কৃপায় ধণ স্থির হয়৷ তা কখনই কমে যায় না৷ বরং আপনাআপনিই বৃদ্ধি হতে থাকে৷ অনেকে আবার এই দিনেই গাড়ি, বাড়ি, সম্পত্তিও কেনেন৷ যাতে সব সম্পত্তিতেই বিপুল বৃদ্ধি হয়৷
advertisement
9/10
অক্ষয় তৃতীয়া ২০২২ -র পুজোর মুহূর্ত পঞ্চাঙ্গ অনুযায়ি বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি ৩ মে অর্থাৎ মঙ্গলবার সকাল ৫.১৮ এ পড়ছে৷ যে ৪ মে সকাল ৭.৩২ অবধি রয়েছে৷ আপনি যদি এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করেন তাহলে শুভ মুহূর্ত ৫.৩৯ থেকে দুুপুর ১২.১৮ অবধি থাকছে৷
advertisement
10/10
অক্ষয় তৃতীয়ায় কেনাকাটার মুহূর্ত অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যে দিন কোনও মুহূর্ত বা সময় বিচার না করেই কেনাকাটা করতে পারেন৷ সারাদিনেই ভাল কাজ করতে পারেন৷ মাঙ্গলিক কাজ করার জন্য সারা দিনই শুভ৷ সোনা, রুপো, বাড়ি, অন্য প্রপার্টি কেনাকাটা করতে পারেন৷ Disclaimer: এই প্রতিবেদনে লেখা তথ্য সামান্য মান্যতার ভিত্তিতে লেখা৷ এই কোনও পুষ্টি নিউজ ১৮ বাংলা করে না৷ এই বিষয়ের বিস্তারিত জানতে এই বিষয়ের বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়াতে ‘এই’ জিনিসগুলি দান করুন, কাটবে বাধা, উজ্জ্বল হবে ভবিষ্যত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল