TRENDING:

Toilet: প্লেনের টয়লেট...অনেকক্ষণ ধরে বন্ধ ছিল দরজা! এয়ার হোস্টেস ঠেলতেই...যা দৃশ্য দেখল, সহ্য করতে পারল না

Last Updated:
আমেরিকার এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেটের একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
1/10
প্লেনের টয়লেট...অনেকক্ষণ ধরে বন্ধ ছিল দরজা! এয়ার হোস্টেস ঠেলতেই...যা দৃশ্য দেখল
ট্রেনের পাশাপাশি প্লেন অর্থাৎ, বিমানও এখন মধ্যবিত্তদের স্বল্প সময়ে দূরের যাত্রার জন্য অন্যতম গণ পরিবহণ৷ অনেক ক্ষেত্রেই একটু বুদ্ধি খরচ করে, পূর্ব পরিকল্পনা করে বিমানের টিকিট কাটলে প্লেনের ভাড়া ট্রেনে AC কোচের মতই হয়৷ Generated image
advertisement
2/10
কিন্তু, মুশকিল হচ্ছে, বিমানের টিকিট কাটার সামর্থ্য থাকলেও অনেকেই বিমানে চড়ার নিয়ম কানুন ঠিকঠাক জানেন না৷ Generated image
advertisement
3/10
তেমনই একটি চরম নিন্দনীয় ঘটনা ঘটল একটি বিমানের টয়লেটে৷ Generated image
advertisement
4/10
আমেরিকার এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেটের একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ Generated image
advertisement
5/10
সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, নাগাড়ে বিমানের টয়লেটে ধাক্কা দিয়ে যাচ্ছেন এক এয়ার হোস্টেস৷ কিন্তু, দীর্ঘক্ষণ টয়লেট আটকে রেখেছিলেন কেউ বা কারা..কী হচ্ছিল ভিতরে? Generated image
advertisement
6/10
দরজা খোলার পর , বিমানসেবিকা যে দৃশ্যটি দেখলেন, তা কল্পনার বাইরে৷ বিমানের টয়লেট আটকে বসে এক ব্যক্তি সুখটান দিতে দিতে ধোঁয়ার রিং ছাড়ছিলেন৷ Generated image
advertisement
7/10
বিমান মাঝ আকাশে চলমান থাকা অবস্থায় বিমানের ভিতরে ধূমপান অত্যন্ত বিপজ্জনক ঘটনা৷ একবার কোনও অগ্নিকাণ্ড হলেই বিস্ফোরণে শেষ হয়ে যাবে গোটা যাত্রিবাহী বিমান৷ Generated image
advertisement
8/10
কিন্তু, বিমান সেবিকার কোনও বারণই শুনছিলেন না ওই বিমানযাত্রী৷ দাবি করছিলেন, তিনি একজন সেলিব্রিটি পিকলবল কোচ৷ বলার সঙ্গে সঙ্গে ওই কোচ গোটা ঘটনা ভিডিও করতে শুরু করেন৷ Generated image
advertisement
9/10
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি বলছেন যে বিমান পরিচারিকা তার গায়ে হাত তুলেছেন। সেখানে দাঁড়িয়ে থাকা অন্য বিমানসেবিকা বলেন যে তিনি ভেতরে ধূমপান করছেন , যা বিমানে নিষিদ্ধ । এতে ক্ষুব্ধ ব্যক্তি বলেন যে তিনি নিজে একজন আইনজীবী এবং সোশ্যাল মিডিয়ায় তার ২৫ হাজার ফলোয়ার রয়েছে , যারা এই ঘটনাটি দেখছেন। তবে, তিনি এই ঘটনাটি পুলিশকে জানিয়েছেন কিনা তা জানা যায়নি। Generated image
advertisement
10/10
এই ঘটনার পর, আমেরিকান এয়ারলাইন্স সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীটিকে নামিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যাত্রীকে আটক করে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বেশিরভাগ মানুষ ওই যাত্রীর আচরণকে ভুল এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। এর পরে, লোকটির আচরণ বদলে যায় এবং সে লিখেছিল যে সে মানসিক চাপে ছিল এবং তার কী করা উচিত তা বুঝতে পারছিল না। শুধু তাই নয়, সে নিজেকে অটিস্টিকও বলতে শুরু করে। Generated image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Toilet: প্লেনের টয়লেট...অনেকক্ষণ ধরে বন্ধ ছিল দরজা! এয়ার হোস্টেস ঠেলতেই...যা দৃশ্য দেখল, সহ্য করতে পারল না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল