AC Rule: AC-র ২৭ ডিগ্রি rule-টা জানেন? এই নিয়ম মানলে হাজারো লাভ..অনেক অনেক টাকা বেঁচে যাবে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Air Conditioner: দ্রুত এবং আরামদায়ক ভাবে ঘর ঠান্ডা করার জন্য এসি কীভাবে চালাবেন? তাছাড়া, ঘর ঠান্ডা রাখতে কেন এসি ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত নয়, আসুন জেনে নিই৷
advertisement
1/9

আজকাল AC ছাড়া থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে৷ আবার এদিকে বেশি AC ব্যবহার করলে ইলেকট্রিক বিলও বাড়তে থাকে চড়চড়িয়ে৷ তাছাড়া, আমাদের মধ্যে অনেকেই এসি চালানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানি না৷ যার ফলে বিল তো বাড়েই, শরীরেও পড়ে খারাপ প্রভাব আর এসি-ও খারাপ হয় তাড়াতাড়ি৷
advertisement
2/9
AC ব্যবহারের অন্যতম গুরুত্বপর্ণ নিয়ম হচ্ছে ২৭ ডিগ্রি রুল৷ কী বলে এই রুল? কী কী সুবিধা পাওয়া যায় এই নিয়ম মেনে চললে আসুন জেনে নেওয়া যাক৷
advertisement
3/9
দ্রুত এবং আরামদায়ক ভাবে ঘর ঠান্ডা করার জন্য এসি কীভাবে চালাবেন? তাছাড়া, ঘর ঠান্ডা রাখতে কেন এসি ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত নয়, আসুন জেনে নিই৷
advertisement
4/9
অনেকেই হয়তো জানেন না যে, এক মাস ধরে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। আসলে এসির তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসেই রাখা সবচেয়ে উপযুক্ত। এতে ঘর ঠান্ডা থাকে। একই সাথে বিদ্যুৎ বিলের উপর খুব বেশি চাপ পড়ে না। এবার দেখা যাক ২৭ ডিগ্রি সেলসিয়াসে এসি চালানোর সুবিধা কী কী?
advertisement
5/9
বিদ্যুৎ সাশ্রয়: ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ খরচ কমে। এর ফলে ব্যবহারকারীর বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।
advertisement
6/9
পরিবেশ সুরক্ষা: কম বিদ্যুৎ খরচ মানে কম কার্বন নির্গমন। এটি পরিবেশের জন্যও উপকারী। অর্থাৎ, ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালানোর মাধ্যমে ব্যবহারকারী নিজের এবং পরিবেশের সম্পূর্ণ যত্ন নিতে পারেন।
advertisement
7/9
স্বাস্থ্যের জন্য ভাল: অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ, ২২ ডিগ্রি সেলসিয়াসে এসি চালু করার পর ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। ফলে কিছুক্ষণ পর ঘরের মানুষের শরীরের তাপমাত্রাও কমতে শুরু করে। এর ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কেউ অসুস্থ হতে পারে। অন্যদিকে, ২৭ ডিগ্রি সেলসিয়াসে এসি চালু করলে ব্যবহারকারীর ঠান্ডা লাগার সমস্যা হবে না। তাছাড়া, তাদের স্বাস্থ্যও ভাল থাকবে।
advertisement
8/9
এসির লাইফ বাড়ায়: কম তাপমাত্রায় এসি চালালে ঘর ঠান্ডা হয়। এর ফলে এসি মেশিনের উপর বেশি চাপ পড়ে। তাই, ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি চালালে এসির লাইফও বেড়ে যায়। Generated image
advertisement
9/9
আরামদায়ক তাপমাত্রা: ২৭ ডিগ্রি সেলসিয়াস একটি আরামদায়ক তাপমাত্রা। এই তাপমাত্রায় ঘর খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম হয় না। তাই, পরের বার যখন আপনি এসি চালু করবেন, তখন এর তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসে সেট করা ভাল। এতে কেবল বিদ্যুৎ বিলের বোঝাই বাড়বে না, বরং পরিবেশ ও স্বাস্থ্যের জন্যেও তা উপকারী হবে। Generated image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
AC Rule: AC-র ২৭ ডিগ্রি rule-টা জানেন? এই নিয়ম মানলে হাজারো লাভ..অনেক অনেক টাকা বেঁচে যাবে