TRENDING:

Agro Terrorism: করোনা তো 'শিশু', চিন যা 'কাণ্ড' ঘটিয়েছে আবার, আসছে 'মহাপ্রলয়'! শুনলে মাথায় হাত দেবেন

Last Updated:
Agro Terrorism- এই ছত্রাক নিয়ে আমেরিকান বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, এটি করোনা ভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে।
advertisement
1/6
করোনা তো 'শিশু', চিন যা 'কাণ্ড' ঘটিয়েছে আবার, আসছে 'মহাপ্রলয়'! শুনলে মাথায় হাত দেবেন
বেজিং: সম্প্রতি আমেরিকায় দুই চিনা নাগরিকের বিরুদ্ধে একটি বিষাক্ত ছত্রাক ফিউজেরিয়াম গ্র্যামিনিয়ারাম (Fusarium graminearum)-এর চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই ছত্রাককে "কৃষি সন্ত্রাসবাদ" (Agroterrorism) হিসেবে চিহ্নিত করা হয়।
advertisement
2/6
এই ছত্রাক নিয়ে আমেরিকান বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, এটি করোনা ভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি আমেরিকা এই ঘটনার পরও চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে, তবে এর পরিণতি অত্যন্ত মারাত্মক ও ধ্বংসাত্মক হতে পারে।
advertisement
3/6
"চায়না ইজ গোইং টু ওয়ার" বইয়ের লেখক গর্ডন জি চ্যাং পরামর্শ দিয়েছেন, এই বিপদের একমাত্র প্রতিকার হল চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এই ছত্রাকটি কোভিড-১৯ এর থেকেও বেশি বিপজ্জনক, এর কারণে আমেরিকায় ভয়ঙ্কর ক্ষতি হতে পারে।
advertisement
4/6
কারণ, দীর্ঘদিন ধরে বলা হয়ে আসছে, কোভিড-১৯ ভাইরাসটি চিনের একটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল। এই পরিস্থিতিতে যদি আমেরিকা চিনের সঙ্গে সম্পর্ক না ছিন্ন করে, তা হলে দেশটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে — এমনকী কোভিড ও ফেন্টানিল সমস্যার চেয়েও বেশি।
advertisement
5/6
গর্ডন চ্যাং আরও বলেছেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সব সময় আমেরিকার সঙ্গে যুদ্ধের কথা বলেন এবং চিনের জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে উৎসাহিত করেন। মে ২০১৯-এ চিনের সবচেয়ে প্রামাণ্য প্রকাশনা সরকারি সংবাদমাধ্যম 'পিপলস ডেইলি' একটি ঐতিহাসিক সম্পাদকীয় প্রকাশ করে, সেখানে আমেরিকার বিরুদ্ধে 'জনযুদ্ধ' (People's War) ঘোষণা করা হয়।
advertisement
6/6
অন্যদিকে, রয়টার্স দ্বারা সাক্ষাৎকার নেওয়া কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, এই ছত্রাক (ফাঙ্গাস) আমেরিকায় এক শতাব্দীরও বেশি সময় ধরে উপস্থিত রয়েছে। তাঁদের মতে, এই ছত্রাককে কীটনাশক স্প্রে করে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এটি ততক্ষণ পর্যন্ত বিপজ্জনক নয়, যতক্ষণ না এটি নিয়মিত এবং খুব বড় পরিমাণে খাওয়া হয়। এই ছত্রাক সাধারণত বৃষ্টির সময় গম, বার্লি এবং অন্য শস্যে সংক্রমণ ঘটায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Agro Terrorism: করোনা তো 'শিশু', চিন যা 'কাণ্ড' ঘটিয়েছে আবার, আসছে 'মহাপ্রলয়'! শুনলে মাথায় হাত দেবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল