সেই মাছ দেখা গেল আবার! আগেরবার সুনামি হয়েছিল! বিরাট বিপদ আসছে! বড় ইঙ্গিত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Oarfish find in California- জাপানিরা বিশ্বাস করে, এই মাছ সমুদ্রের পাড়ে দেখা গেলে সুনামি আছড়ে পড়ার সম্ভাবনা থাকে। আসলে এই মাছের নাম ওরফিশ। এটি খুবই দুর্লভ প্রজাতির মাছ।
advertisement
1/6

আবার সেই মাছের দেখা! এমন মাছ, যেটি দেখা গেলেই নাকি কোনও প্রাকৃতিক বিপর্যয় হয়ে থাকে। লোকজনের বিশ্বাস এমনই।
advertisement
2/6
ক্যানারি আইল্যান্ডে এবার দেখা গেল সেই মাছ। আর তার পরই আতঙ্ক ছড়াল। অনেকে অবশ্য বলেন, ব্য়াপারটা আসলে অন্ধবিশ্বাস ও কুসংস্কার।
advertisement
3/6
জাপানিরা এই মাছকে বলে সমুদ্রের সাপ। জাপানি লোককথায় যা ‘অশুভ দূত’ বা ‘ধ্বংসযজ্ঞের বার্তাবাহক’ হিসেবে পরিচিত। ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ২১টি ওয়ারফিশ ক্যালিফোর্নিয়ার উপকূলে দেখা গেছে।
advertisement
4/6
জাপানিরা বিশ্বাস করে, এই মাছ সমুদ্রের পাড়ে দেখা গেলে সুনামি আছড়ে পড়ার সম্ভাবনা থাকে। আসলে এই মাছের নাম ওরফিশ। এটি খুবই দুর্লভ প্রজাতির মাছ।
advertisement
5/6
আয়ারল্যান্ডের ওশেন রিসার্চ অ্যান্ড কনজারভেশন অ্যাসোসিয়েশন (ওসিআরএ) অনুসারে, অরফিশ সমুদ্রের জলের অনেক নিচের দিকে থাকে। অনেকে দাবি করেন, ২০১১ সালেও এই মাছ দেখা গিয়েছিল। তার পরই বিরাট প্রাকৃতিক বিপর্যয় হয়।
advertisement
6/6
ওয়ারফিশ ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর দীর্ঘ ফিতার মতো আকৃতি প্রাচীনকাল থেকেই নানা মিথ ও রহস্যের জন্ম দিয়েছে।সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৩০০ ফুট নিচে মেসোপেলাজিক অঞ্চলে এদের বসবাস, যেখানে সূর্যের আলো পৌঁছায় না।