বাস্তু মতে বাড়ির এই জায়গাগুলোয় আয়না রাখুন, টাকা আসবে হুহু করে--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মাথায় রাখতে হবে-- বাড়ির কোন জায়গায়, কেমন ধরনের আয়না রাখছেন ! বাস্তু বিশেষজ্ঞদের মতে সঠিক নিয়ম না মেনে, বাড়ির ইতিউতি আয়না লাগালে জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে!
advertisement
1/8

আয়না নেই, এমন বাড়ি দূরবীন দিয়েও খুঁজে পাওয়া মুশকিল! কিন্তু বাস্তুশাস্ত্রমতে, একটা আয়না নাকি আমাদের জীবনের ছবিটা আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে! তবে, মাথায় রাখতে হবে-- বাড়ির কোন জায়গায়, কেমন ধরনের আয়না রাখছেন ! বাস্তু বিশেষজ্ঞদের মতে সঠিক নিয়ম না মেনে, বাড়ির ইতিউতি আয়না লাগালে জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে! Photo Source: Collected
advertisement
2/8
অর্থিক অনটন দূর করতে- যেখানে টাকা-পয়সা রাখেন, তার সামনে একটা আয়না রাখতে ভুলবেন না ! টাকার অভাব হবে না কোনওদিন, বরং টাকার বন্যা আসবে! Photo Source: Collected
advertisement
3/8
বাড়ির মূল দরজার সামনে আয়না : এমনটা বিশ্বাস করা হয়, মূল ফটকের সামনে আয়না রাখলে বাড়িতে যে পজেটিভ শক্তি ঢুকছিল, তা প্রতিফলিত হয়ে বাইরে বেরিয়ে যায়। ফলে বাড়ির প্রতিটি কোণায় পজেটিভ শক্তির জায়গায় নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে । আর্থিক অনটন থেকে শুরু করে একের পর এক দুর্ঘটনা... জীবন দুর্বিষহ হয়ে ওঠে! Photo Source: Collected
advertisement
4/8
আয়নার ধরণ: বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে চৌকো নয়তো আয়তক্ষেত্রাকার আয়না রাখুন। এতে বাড়িতে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পায়। আয়না ঝোলানোর সময় মাথায় রাখবেন তা যেন মাটি থেকে কম করে ৪-৫ ফুট উপরে হয় এবং আয়নাটা যেন ভুলেও ওভাল বা গোল আকারের না হয়। Photo Source: Collected
advertisement
5/8
বাড়ির উত্তর এবং পূর্ব দিকের দেওয়াল: বাস্তুবিশেষজ্ঞদের মতে, আয়না, কাঁচের শোপিস এবং ঘড়ি সব সময় বাড়ির উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে ঝোলানো উচিত। Photo Source: Collected
advertisement
6/8
বেডরুমে আয়না: ড্রেসিং টেবিল ছাড়া বেডরুমে আয়না রাখলে খেয়াল রাখবেন ঘুমনোর সময় শরীরের কোনও না কোনও অংশ যেন সেই আয়নায় দেখা যায়। এমনটা না হলে, নানারকম শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় বেড়ে যায়। Photo Source: Collected
advertisement
7/8
খাবার টেবিল এবং আয়না: খাবার টেবিলের সামনে একটা আয়না রাখুন, এতে আপনার ভাঁড়ারে কখনও টান পড়বে না! Photo Source: Collected
advertisement
8/8
ড্রেসিং টেবিল: ড্রেসিং টেবিল সব সময় খাটের পাশে রাখবেন। Photo Source: Collected