শাস্ত্রমতে, স্বামীর অমঙ্গল রুখতে এই নিয়মে সিঁদুর পরুন--
Last Updated:
সিঁদুর পরলেই হবে না, শাস্ত্রমতে, ভুল নিয়মে সিঁদুর পরলে স্বামীর অমঙ্গল হয়
advertisement
1/7

হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, স্ত্রী তার সিঁদুরের শক্তি দিয়ে স্বামীকে যে- কোনও বিপদের হাত থেকে বাঁচাতে পারেন। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতি। সেই প্রাচীনকাল থেকেই হিন্দু মহিলারা স্বামীর মঙ্গলকামনায় সিঁথিতে সিঁদুর পরে আসছেন। বিশ্বাস করা হয়, সিঁদুরের লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে। তবে, মাথায় রাখবেন, সিঁদুর পরারও বিশেষ কিছু নিয়ম রয়েছে। ভুল নিয়মে সিঁদুর পরলে স্বামীর অমঙ্গল হতে পারে। জেনে নিন কীভাবে সিঁদুর পরবেন--
advertisement
2/7
শাস্ত্রমতে, বিবাহিত মহিলারা যদি সিঁথির ঠিক মাঝ বরাবর সিঁদুর লাগান, তাহলে স্বামীর অকাল মৃত্যু হয় না।
advertisement
3/7
অনেক মহিলারা মাথায় নাম মাত্র সিঁদুর লাগান। বিশ্বাস করা হয়, এমনটা করলে স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরে, সংসারে অশান্তি নেমে আসে।
advertisement
4/7
অনেক মহিলা সিঁদুর চুল দিয়ে ঢেকে রাখেন। বিশ্বাস করা হয়, এমন স্ত্রীর স্বামীরাও সমাজে হারিয়ে যান। কর্মক্ষেত্র থেকে পরিবার... কোথাও সম্মান পান না।
advertisement
5/7
যে মহিলারা মাথার একসাইডে সিঁদুর পরেন। বিশ্বাস করা হয়, তাঁদের স্বামী তাঁদের থেকে দুরে চলে যান, স্বামী-স্ত্রীর মধ্যে সর্বদা মতবিরোধ লেগে থাকে, দাম্পত্য জীবন সুখের হয় না।
advertisement
6/7
অনেক মহিলারা সিঁদুরের পরিবর্তে অন্য লাল রঙের কস্মেটিক্স ব্যবহার করে থাকেন। মানা হয়, এতে স্বামীর অমঙ্গল হয়।
advertisement
7/7
অনেক মহিলারা সিঁদুরের পরিবর্তে অন্য লাল রঙের কস্মেটিক্স ব্যবহার করে থাকেন। মানা হয়, এতে স্বামীর অমঙ্গল হয়। সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক কারণও আছে। বৈজ্ঞানিকদের মতে সিঁদুর মস্তিষ্কের নার্ভ সুস্থ রাখে। ফলে সেখানে থাকা সিঁদুর মেডিটেশনে সাহায্য করে, ঘুমের সমস্যা দূর করে।