এসি কোচে সিটের উপর সাদা চাদরে ঢাকা এটা কী? অস্বাভাবিক নড়াচড়া...DRM-এর ফোনে ছুটে এল GRP, তার পর?
- Published by:Tias Banerjee
Last Updated:
এসি কামরার একটি সিট সাদা চাদরে ঢাকা! বহু রাস্তা চলে এল ট্রেন, একই ভাবে ঢাকা। তবে সন্দেহ শুরু হয় যাত্রীদের। কারণ চাদরের নীচে অস্বাভাবিক ভাবে কিছুকে নড়াচড়া করতে দেখা যায়। ওটা কী হতে পারে! চোখ রাখতেই যা দেখা গেল, শিউরে উঠলেন সবাই।
advertisement
1/11

এসি কামরার একটি সিট সাদা চাদরে ঢাকা! বহু রাস্তা চলে এল ট্রেন, একই ভাবে ঢাকা। তবে সন্দেহ শুরু হয় যাত্রীদের। কারণ চাদরের নীচে অস্বাভাবিক ভাবে কিছুকে নড়াচড়া করতে দেখা যায়। ওটা কী হতে পারে! চোখ রাখতেই যা দেখা গেল, শিউরে উঠলেন সবাই। (Representative Image: Generated by AI)
advertisement
2/11
ভারতীয় রেলে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। ট্রেনের কামরাগুলিও যেন এক একটি চলমান সমাজের প্রতিচ্ছবি—যেখানে মেলে গল্প, গন্তব্য, আবার কখনও উঠে আসে এমন কিছু ঘটনা, যা অবাক করে দেয় যাত্রী, রেল কর্তৃপক্ষ এমনকি দেশের নিরাপত্তা ব্যবস্থাকেও। তেমনই এক ঘটনা ঘটল সম্প্রতি মেলের থার্ড এসি কোচে।
advertisement
3/11
ঘটনার সূত্রপাত একটি সাদা চাদর ঘিরে। যাত্রীরা লক্ষ্য করেন, থার্ড এসি কোচের অ্যাটেনড্যান্টের নির্ধারিত আসনটি দিল্লি থেকে কোটা পর্যন্ত একটানা সাদা চাদরে ঢাকা ছিল।
advertisement
4/11
প্রথমে বিষয়টি অনেকেই গুরুত্ব না দিলেও, ধীরে ধীরে কিছু যাত্রীর চোখে পড়ে ওই আসনের নীচে যেন কিছু নড়াচড়া করছে। যাত্রীদের মধ্যে সন্দেহ বাড়ে—চাদরের নীচে কিছু লুকোনো আছে কি?
advertisement
5/11
কিন্তু প্রশ্ন করলেও কোচ অ্যাটেনড্যান্ট বিষয়টি এড়িয়ে যান। একাধিক যাত্রী এরপর ফোনে ভিডিও ও ছবি তোলেন এবং সন্দেহ প্রকাশ করেন রেল আধিকারিকদের কাছে। (Representative Image: Generated by AI)
advertisement
6/11
অবশেষে পর্দা সরে যেতেই সত্যি সামনে আসে। দেখা যায়, ওই আসনে একজন ব্যক্তি লুকিয়ে ছিলেন, যাঁর কোনও টিকিট ছিল না। তিনি জিজ্ঞাসাবাদের সময় নিজের পরিচয় বা গন্তব্য সম্পর্কে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। (Representative Image: Generated by AI)
advertisement
7/11
ততক্ষণে স্পষ্ট হয়ে যায়—কোচ অ্যাটেনড্যান্ট অবৈধভাবে একজন যাত্রীকে বহন করাচ্ছিলেন, এবং তাঁকে আড়াল করতে ওই আসন সাদা চাদরে ঢেকে রাখা হয়েছিল। (Representative Image: Generated by AI)
advertisement
8/11
এই ঘটনার পর যাত্রীরা কোটা ডিভিশনের রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। DRM (Divisional Railway Manager)-এর হস্তক্ষেপে শামগড় স্টেশনে ট্রেন থামিয়ে ওই অবৈধ যাত্রীকে ₹৩৩০০ টাকার জরিমানা করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত কোচ অ্যাটেনড্যান্ট মুম্বই ডিভিশনের, আর দায়িত্বপ্রাপ্ত TTE ছিলেন কোটা ডিভিশনের। (Representative Image: Generated by AI)
advertisement
9/11
এই ঘটনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। একজন যাত্রী কীভাবে একাধিক স্টেশন পার করে কোচের ভিতরে লুকিয়ে থাকতে পারলেন? টিকিট পরীক্ষক বা অন্যান্য কর্তৃপক্ষের নজরে কেন বিষয়টি এল না? যদি ওই ব্যক্তি কোনও অপরাধমূলক উদ্দেশ্যে ট্রেনে উঠতেন, তা হলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারত?
advertisement
10/11
রেল সূত্রে খবর, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, এই অ্যাটেনড্যান্ট এর আগেও এমন বেআইনি কাজ করেছেন কি না। পাশাপাশি, নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
11/11
ভারতীয় রেলের মতে, যাত্রী নিরাপত্তা ও সিস্টেমের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই ঘটনা প্রমাণ করে, এখনও কিছু ফাঁক রয়ে গিয়েছে যা শুধরে নেওয়া জরুরি। কারণ, ট্রেন শুধু যাত্রী বহন করে না, সে বহন করে আস্থা। আর সেই আস্থার সঙ্গে কোনওরকম ছলচাতুরি গোটা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। (Representative Image: Generated by AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এসি কোচে সিটের উপর সাদা চাদরে ঢাকা এটা কী? অস্বাভাবিক নড়াচড়া...DRM-এর ফোনে ছুটে এল GRP, তার পর?