TRENDING:

কাক নিয়ে ভয়ঙ্কর দাবি বিজ্ঞানীর! মানুষের মতো করতে পারে ভয়াবহ এক কাজ, ১৭ বছর ধরে

Last Updated:
Crow- ওই বিজ্ঞানী দাবি করেছেন, কাক মানুষের ব্যবহার মনে রাখে, তা সে ভাল বা খারাপ যা-ই হোক। এমনকী একটি কাক আরেকটি কাকের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবহারের কথা বলতে পারে।
advertisement
1/6
কাক নিয়ে ভয়ঙ্কর দাবি বিজ্ঞানীর! মানুষের মতো করতে পারে ভয়াবহ এক কাজ, ১৭ বছর ধরে
মানুষ প্রতিশোধ নিয়ে তা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এবার জানা যাচ্ছে, মানুষের মতো প্রতিশোধ নিতে পারে কাক!
advertisement
2/6
মানুষের ব্যবহার নাকি দীর্ঘদিন মনে রাখতে পারে কাক! ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের বিজ্ঞানী, প্রফেসর জন মার্জলুফ এমনটাই দাবি করছেন।
advertisement
3/6
২০০৬ সালে তিনি একটি পরীক্ষা শুরু করেন এই নিয়ে। সম্প্রতি সেই পরীক্ষার কাজ শেষ করে তিনি দাবি করেছেন, কাক মানুষের ব্যবহার মনে রাখতে পারে ১৭ বছর পর্যন্ত।
advertisement
4/6
সেই বিজ্ঞানী ২০০৬ সালে মুখে মাস্ক পরে সাতটি কাক ধরে খাঁচায় বন্দি করেন। তার পর সেগুলির ডানায় মার্ক করেন। কোনও আঘাত না করেই ছেড়ে দেন কাগুলিকে। ওই বিজ্ঞানীর এই আচরণে ক্ষেপে যায় কাকগুলি। মার্জলুফ বলেন, এই ঘটনার পর থেকে প্রায়ই তাঁর উপর হামলা করত কাকের দল। মুখে সেই মাস্ক পরলেই আক্রমণের ঝাঁঝ বাড়ত।
advertisement
5/6
কাকের প্রতিশোধ, তাদের আচরণ নিয়ে বই লেখার পরিকল্পনা করেছেন সেই বিজ্ঞানী তিনি দাবি করেন, আশেপাশে ঘুরে বেড়ানো এই পাখি বেজায় বুদ্ধিমান।
advertisement
6/6
ওই বিজ্ঞানী দাবি করেছেন, কাক মানুষের ব্যবহার মনে রাখে, তা সে ভাল বা খারাপ যা-ই হোক। এমনকী একটি কাক আরেকটি কাকের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবহারের কথা বলতে পারে। কখনও একা আবার কখনও দলবদ্ধ হয়ে কাক আক্রমণ করতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কাক নিয়ে ভয়ঙ্কর দাবি বিজ্ঞানীর! মানুষের মতো করতে পারে ভয়াবহ এক কাজ, ১৭ বছর ধরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল