TRENDING:

রাতের ট্রেনে ঘুমনোর তোরজোড়, হঠাৎ হাজির TTE! 'দেখি টিকিটটা'...! বলতেই ঘুরে তাকালেন চাওয়ালা, সঙ্গে সঙ্গে লাগল খটকা!

Last Updated:
Indian Railways TTE: ট্রেন ছুটছিল সুপারফাস্ট গতিতে… যাত্রীদের মধ্যে কেউই টের পাননি, তাঁদের টিকিট চেক করছিলেন কে? চা ওয়ালার চোখে পড়তেই সব শেষ! পড়লে শিউরে উঠবেন!
advertisement
1/10
রাতের ট্রেনে ঘুমনোর তোরজোড়, হঠাৎ হাজির TTE! 'দেখি টিকিটটা'! বলতেই ঘুরে তাকালেন চাওয়ালা
রাতের ট্রেনে যাত্রীরা তখন নিজেদের আসনে ঘুমিয়ে, কেউ বা মোবাইলে মগ্ন। ঠিক তখনই কামরায় হাজির হলেন টিটি (TTE)। 'দেখি টিকিটটা?' চমকে তাকালেন সবাই। কোথাও কি খটকা লাগছে? চোখে পড়ল প্যান্ট্রি কারের কর্মীর। তার পরই অবাক কাণ্ড। (Representative Image: AI Generated) 
advertisement
2/10
প্যান্ট্রি কারের কর্মীর চোখে পড়ে এক দৃশ্য— টিটিই-এর পোশাক পরা এক যুবক, যাকে আগে কোনওদিন দেখেনি। কথা বলার ধরণে অস্বাভাবিক কিছু, চোখে যেন অদ্ভুত এক ছায়া। সন্দেহ হতে সময় লাগেনি...! (Representative Image: AI Generated) 
advertisement
3/10
লোকটা টিকিট চেক করছিল, যাত্রীদের কাছ থেকে নিচ্ছিল টাকা। কিন্তু কে এই লোক? রেল কতৃপক্ষই বা কবে তাকে নিয়োগ দিল? হইচই শুরু হল রেলের কামরায়। (Representative Image: AI Generated) 
advertisement
4/10
ঘটনাটি ঘটেছে রাজেন্দ্র নগর টার্মিনাল স্পেশাল সুপারফাস্ট ট্রেনে। এক যুবক, পোশাকে টিটিই হলেও আচরণে কিছুটা ঘোলাটে। সেই সন্দেহ থেকেই প্যান্ট্রি কার অপারেটর খবর দেন ট্রেনের আসল টিটিই সুনীল কুমারকে। (Representative Image: AI Generated) 
advertisement
5/10
রাজেন্দ্র নগর টার্মিনাল স্পেশাল সুপারফাস্ট ট্রেনে সন্দেহজনক অবস্থায় দেখা যায় এক ব্যক্তিকে, যিনি টিটিই-এর ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন। সন্দেহ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি তিনি। (Representative Image: AI Generated) 
advertisement
6/10
আলিগড় জিআরপি ট্রেনে এক ভুয়ো টিটিই-কে ধরে ফেলেছে। ওই ব্যক্তি ট্রেনের মধ্যে টিটিই-এর পোশাক পরে যাত্রীদের টিকিট পরীক্ষা করতেন এবং তাদের কাছ থেকে টাকা আদায় করতেন। ঘটনার পর তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। (Representative Image: AI Generated) 
advertisement
7/10
জিআরপি ইনচার্জ ইন্সপেক্টর সন্দীপ তোমার জানান, রাজেন্দ্র নগর টার্মিনাল স্পেশাল সুপারফাস্ট ট্রেনে টিটিই-এর পোশাক পরা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। জিজ্ঞাসাবাদের সময় সে কোনও পরিষ্কার উত্তর দিতে পারেনি। (Representative Image: AI Generated) 
advertisement
8/10
জিজ্ঞাসাবাদের সময় সে নিজেকে নিগম কুমার, বাসিন্দা ওয়ার্ড নম্বর ৪, রমেন্দ্রপুরা, লখিসরাই, বিহার বলে পরিচয় দেয়। জানা গিয়েছে, অভিযুক্ত বিএসসি পড়াশোনা শেষ করেছে এবং কিছু বন্ধুর সঙ্গে দিল্লি গিয়েছিল। (Representative Image: AI Generated) 
advertisement
9/10
ফেরার পথে ট্রেনে টিটিই-এর ড্রেস পরে প্যান্ট্রি কার অপারেটরকে ভয় দেখাতে শুরু করে। এতে সন্দেহ হওয়ায় প্যান্ট্রি কার অপারেটর ট্রেনের আসল টিটিই সুনীল কুমার-কে বিষয়টি জানান। পরে ট্রেনটি আলিগড় স্টেশনে থামানো হয় এবং অভিযুক্তকে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। <strong>(Representative Image: AI Generated) </strong>
advertisement
10/10
ঘটনার পর টিটিই সুনীল কুমার আলিগড় জিআরপি থানায় মামলা রুজু করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, সে প্রায়ই ট্রেনে ভুয়ো টিটিই-এর পোশাক পরে যাত্রীদের টিকিট পরীক্ষা করত এবং তাদের কাছ থেকে টাকা আদায় করত। তার কাছ থেকে ভুয়ো রেলওয়ে আইডি কার্ড-ও উদ্ধার হয়েছে। (Representative Image: AI Generated) 
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রাতের ট্রেনে ঘুমনোর তোরজোড়, হঠাৎ হাজির TTE! 'দেখি টিকিটটা'...! বলতেই ঘুরে তাকালেন চাওয়ালা, সঙ্গে সঙ্গে লাগল খটকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল