ট্রেনে উঠেই এমন কাজ! প্লাগে লাগিয়ে ফেললেন এইটা...দেখে বাকি যাত্রীদের ঘাম ছুটে গেল!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railway: ট্রেন চলছিল নিজের গতিতে… হঠাৎ এক যাত্রী এমন কিছু করলেন, যা দেখে সবাই থ! কেউ ভিডিও তুলতে ব্যস্ত, কেউ হেসে গড়াগড়ি খাচ্ছেন। ট্রেনের মধ্যে এটা করা যায় নাকি?
advertisement
1/8

ট্রেন চলছিল নিজের গতিতে… হঠাৎ এক যাত্রী এমন কিছু করলেন, যা দেখে সবাই থ! কেউ ভিডিও তুলতে ব্যস্ত, কেউ হেসে গড়াগড়ি খাচ্ছেন। ট্রেনের মধ্যে এটা করা যায় নাকি?
advertisement
2/8
এই ভাবে কেউ হাওয়া খায় নাকি? জানি, শুনতে অবিশ্বাস্য লাগছে। কিন্তু ঠিক এমনটাই ঘটেছে এক চেয়ার কার কোচে—যেখানে প্রযুক্তি, দেশি জুगाড় আর হিউমারের এমন জুটি আগে কখনও দেখা যায়নি! (Representative Image: AI Generated)
advertisement
3/8
কেউ বলছেন—এটাই আসল ভারত, কেউ আবার হেসে গড়াগড়ি খাচ্ছেন! যাত্রা পথে এমন উদ্ভাবনী দৃশ্য আগে দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক যাত্রী ট্রেনের চেয়ার কার (CC) কোচে উঠে তাঁর নিজের ফ্যান ট্রেনের পাওয়ার সকেটে লাগিয়ে দিব্যি হাওয়া খাচ্ছেন। (Representative Image: AI Generated)
advertisement
4/8
ট্রেনে উঠে প্লাগে ফ্যান লাগিয়ে হাওয়া খাচ্ছেন সেই যাত্রী! দেখে হাসি থামাতে পারছেন না কেউ… এই মুহূর্তে ইন্টারনেটে এক ট্রেনযাত্রীর 'জুगाড়বাজি' ঝড় তুলেছে। ট্রেনে নিজের ফ্যান নিয়ে এসে প্লাগে লাগিয়ে বসে গরম হাওয়া ভুলে গিয়েছেন এক যাত্রী! (Representative Image: AI Generated)
advertisement
5/8
যাত্রাপথে মানুষ অনেক কিছু নিয়েই ওঠেন, কিন্তু এভাবে ফ্যান চালু করে আরাম করার চিত্র প্রায় কেউ কোনওদিন দেখেননি! আর সেখানেই এই ভিডিওটির আসল মজা।
advertisement
6/8
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্যবহারকারী @abhishek_hindu_.5। ইতিমধ্যেই ভিডিওটি ১৭ লক্ষের বেশি ভিউ এবং ৩৪ হাজারেরও বেশি লাইক পেয়ে গেছে! উপরের লাগেজ র‍্যাকে কী হচ্ছে জানেন? ভিডিওতে শুধু ফ্যানের 'জুगाড়' নয়, অন্যরকম দৃশ্যও নজর কেড়েছে।
advertisement
7/8
ক্যামেরা ঘুরতেই দেখা যায়, ট্রেনের উপরের লাগেজ রাখার জায়গা—মানে র‍্যাক—তাতে দিব্যি বসে রয়েছেন কিংবা শুয়ে রয়েছেন কয়েকজন যাত্রী! যেন ওটাই তাঁদের নির্ধারিত আসন। একেবারে ‘ক্যাটওয়াক স্টাইল’! এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করছেন, “এই ভিডিও আসলে ভারতের জিনিয়াস লেভেলের দেশি ইনোভেশন টেকনোলজির নমুনা!”
advertisement
8/8
নেটিজেনদের প্রতিক্রিয়া: একজন লিখেছেন, “এটাই তো আসল Indian Jugaad Technology!” আরেকজন মজা করে লিখেছেন, “এবার IRCTC নতুন নিয়ম আনবে... ফ্যান বয়ে আনা নিষিদ্ধ!” এই ঘটনার মজা যতটা, ততটাই যেন আমাদের ‘দেশি জিনিয়াস’ মনের প্রতিফলন। অনেকে বিদেশে এআই নিয়ে ব্যস্ত, আমরা এখনো ফ্যানের হাওয়ায় ট্রেনের ভ্যাপসা গরম হারিয়ে দিচ্ছি! (Representative Image: AI Generated)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেনে উঠেই এমন কাজ! প্লাগে লাগিয়ে ফেললেন এইটা...দেখে বাকি যাত্রীদের ঘাম ছুটে গেল!