চলন্ত ট্রেন আচমকা থেমে গেল! বিকট শব্দ...দাঁত বের করে হাসলেন এক যাত্রী! RPF আসতেই যা জানা গেল!
- Published by:Tias Banerjee
Last Updated:
চলন্ত ট্রেন আচমকা থেমে গেল। রাত নয়, দুপুরবেলা। স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিকট শব্দে পড়ল ব্রেক—যাত্রীরা চমকে উঠল। কে টানল চেন? কেন?
advertisement
1/9

চলন্ত ট্রেন আচমকা থেমে গেল। রাত নয়, দুপুরবেলা। স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিকট শব্দে পড়ল ব্রেক—যাত্রীরা চমকে উঠল। কে টানল চেন? কেন? কোথাও কি বিপদ? কারও কি প্রাণ সংশয়?
advertisement
2/9
কিন্তু না... কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে হাজির জিআরপি যখন ধৃত ব্যক্তিকে জেরা করল, তখন বেরিয়ে এল এমন এক 'অপরাধের কারণ', যা শুনে ট্রেনের কেবিন কেঁপে উঠল হাসির রোল-এ!
advertisement
3/9
আগ্রা ডিভিশনের একটি স্টেশন থেকে রওনা দিয়েছিল ট্রেন। কিছুটা পথ যাওয়ার পরই আচমকা ট্রেনে চেন টানার ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে অভিযানে নামে জিআরপি। ধরা পড়ে এক যাত্রী। জেরা করতেই এমন অদ্ভুত কারণ জানায় সে, শুনে পাশের যাত্রীরা হেসে কুটি কুটি।
advertisement
4/9
এই ডিভিশন রেল পরিষেবার মানোন্নয়নে নিয়মিত কাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, সময়মতো ট্রেন চলাচল এবং অন্যান্য পরিষেবা উন্নত করার চেষ্টা চলছে। কিন্তু কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীন আচরণ সেই প্রচেষ্টাকে বারবার ব্যর্থ করে দিচ্ছে।
advertisement
5/9
অকারণে ট্রেনের অ্যালার্ম চেন টানার অপরাধে ৮২১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ে এইসব অভিযুক্তদের থেকে ৩৯,৩৩০ টাকা জরিমানাও আদায় করেছে। যাত্রী পরিষেবার উন্নয়নে আগ্রা ডিভিশন নিয়মিত কাজ করছে। সেই পরিকাঠামোর অংশ হিসেবে কমার্শিয়াল বিভাগ ও রেল সুরক্ষা বাহিনী (RPF) একত্রে এই বিশেষ অভিযান চালায়।
advertisement
6/9
এই অভিযানে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ২৭১ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ২৬ জন, মথুরা জংশনে ৪৩৮ জন এবং ধোলপুর স্টেশনে ২৫ জনকে চেন টানার জন্য ধরে জরিমানা করা হয়। রেল জানিয়েছে, যথাযথ কারণ ছাড়া চেন টানা শাস্তিযোগ্য অপরাধ। এতে শুধু ট্রেনই নয়, অন্যান্য যাত্রীরাও সমস্যায় পড়েন। তাই জরুরি প্রয়োজনে ছাড়া চেন না টানার জন্য আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
advertisement
7/9
এ দিন গ্রেফতারের পর অভিযুক্ত যাত্রী জানায়, দীর্ঘ যাত্রাপথে তার খৈনি শেষ হয়ে গিয়েছে, আর নেশার টান সহ্য হচ্ছিল না। তাই ট্রেন থামানোর জন্য চেন টেনেছে সে। পরে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
advertisement
8/9
অ্যালার্ম চেন টানার যথার্থ কারণ হতে পারে জরুরি পরিস্থিতি—যেমন, কোনও বিপদ বা মেডিক্যাল ইমারজেন্সি। কিন্তু অনেকেই ট্রেন থামাতে বা নামার জন্য বা কোনও ছোটখাটো কারণে চেন টেনে থাকেন।
advertisement
9/9
এতে ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়, যাত্রীদের সময় নষ্ট হয়। রেল জানিয়েছে, এই ধরনের গাফিলতি আটকাতে ভবিষ্যতেও এমন অভিযান চলবে। কোনও জরুরি প্রয়োজনে স্টেশন মাস্টার বা আরপিএফ-এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছে রেল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
চলন্ত ট্রেন আচমকা থেমে গেল! বিকট শব্দ...দাঁত বের করে হাসলেন এক যাত্রী! RPF আসতেই যা জানা গেল!