ময়লা জামা, ধুলো মাখা চেহারা কিন্তু হাতের ব্যাগটা এমন কেন...? GRP জিজ্ঞাসা করতেই লোকটি বলল, 'স্যার আমার তো...!'
- Published by:Tias Banerjee
Last Updated:
ঝকঝকে, চকচকে, যেন স্টেশনের ধুলোবালির সঙ্গে কোনও সম্পর্ক নেই। এটাই ছিল ফাঁদ ভাঙার সূত্র। এগিয়ে এল GRP। প্রশ্ন করল—"এই জামা-কাপড়, আর এই ব্যাগ! মিলছে না তো?"
advertisement
1/9

রেলস্টেশনের ভিড়ে সে ছিল একেবারে গা-ছাড়া, চোখে পড়ার মতো নয়। জামা-কাপড় ময়লায় ঢাকা, মুখে ক্লান্তির ছাপ। কেউ পাত্তা দিচ্ছিল না তাকে, সেও যেন চাইছিল না নজরে পড়তে। কিন্তু একটিই জিনিস পুরো ছবিটা বদলে দিল—তার ব্যাগ! (Representative Image :AI Generated)
advertisement
2/9
ঝকঝকে, চকচকে, যেন স্টেশনের ধুলোবালির সঙ্গে কোনও সম্পর্ক নেই। এটাই ছিল ফাঁদ ভাঙার সূত্র। এগিয়ে এল GRP। প্রশ্ন করল—"এই জামা-কাপড়, আর এই ব্যাগ! মিলছে না তো?" (Representative Image :AI Generated)
advertisement
3/9
ছেলেটা একমুহূর্ত থমকাল, তার পর বলল—"স্যার... টিকিট কনফার্ম ছিল না... ট্রেনের মেঝেতে শুয়ে এসেছি..." আর ঠিক সেখানেই ফাঁস হয়ে গেল এক অবাক করা কাহিনী! (Representative Image :AI Generated)
advertisement
4/9
চারবাগ রেলস্টেশনে এক যাত্রী প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন ময়লা জামাকাপড় পরে, কিন্তু তাঁর হাতে থাকা ব্যাগ ছিল একেবারে নতুন ও ঝকঝকে। বিষয়টি চোখে পড়তেই সন্দেহ জাগে GRP-এর (Government Railway Police)। এরপর শুরু হয় জেরা, আর সেখান থেকেই ফাঁস হয় চাঞ্চল্যকর তথ্য। (Representative Image :AI Generated)
advertisement
5/9
ঘটনাটি ঘটে লখনউয়ের চারবাগ স্টেশনে। নিরাপত্তার স্বার্থে সেখানে ট্রেন ও রেলস্টেশন চত্বরে চুরি, ছিনতাই, মাদক পাচার ও বিষপ্রয়োগ সংক্রান্ত ঘটনার মোকাবিলায় বিশেষ অভিযান চালাচ্ছে GRP। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন ইনস্পেক্টর ধর্মবীর সিংহ। (Representative Image :AI Generated)
advertisement
6/9
প্ল্যাটফর্ম নম্বর ৮/৯-এর বারাবাঁকি প্রান্তে মাজারের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। GRP সদস্যরা এগোতেই ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। (Representative Image :AI Generated)
advertisement
7/9
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের নাম জানায় দীপাংশু সিং, বাড়ি আলমবাগ থানার কৃষ্ণাপল্লীতে। তিনি জানান, “স্যার, ওয়েটিং টিকিট ছিল। ট্রেনের মেঝেতে শুয়ে এসেছি, তাই জামাকাপড় নোংরা হয়ে গেছে।” কিন্তু এই কথা বলার পর যখন টিকিট চাওয়া হয়, তখন সে কোনও টিকিট দেখাতে পারেনি। (Representative Image :AI Generated)
advertisement
8/9
তাঁর কাছে থাকা নতুন ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে দু’টি দামি মোবাইল ফোন। কড়া জেরা করতেই স্বীকার করে, ফোন দু’টি ট্রেনযাত্রীদের কাছ থেকে চুরি করা হয়েছে এবং সে সেগুলি বিক্রি করার উদ্দেশ্যে এদিকেই ঘোরাঘুরি করছিল। (Representative Image :AI Generated)
advertisement
9/9
GRP-র কাছে দীপাংশু স্বীকার করে, সে একজন পাকা চোর। ট্রেনের ভিতরে যাত্রীরা যখন ঘুমিয়ে পড়েন বা ট্রেনে ওঠানামা করেন, তখনই সে সুযোগ নিয়ে ফোন ও ব্যাগ চুরি করে। আগেও একাধিকবার জেল খেটেছে সে। (Representative Image :AI Generated)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ময়লা জামা, ধুলো মাখা চেহারা কিন্তু হাতের ব্যাগটা এমন কেন...? GRP জিজ্ঞাসা করতেই লোকটি বলল, 'স্যার আমার তো...!'