TRENDING:

একটা সিগারেট, জীবন থেকে কত মিনিট কেড়ে নেয় জানেন? ভয়ঙ্কর দাবি বিজ্ঞানীদের

Last Updated:
Smoking kills- একটি আস্ত সিগারেট একজন পুরুষের জীবন থেকে ১৭ মিনিট এবং মহিলার জীবন থেকে গড়ে ২২ মিনিট কেড়ে নিতে পারে বলে দাবি করছে গবেষণার রিপোর্ট।
advertisement
1/7
একটা সিগারেট, জীবন থেকে কত মিনিট কেড়ে নেয় জানেন? ভয়ঙ্কর দাবি বিজ্ঞানীদের
ধূমপায়ীরা সাবধান! এমন খবর, যা আপনার ধূমপানের ইচ্ছে এবার কমিয়ে দিতে পারে। ধূমপানের অভ্যেস থাকলে এই প্রতিবেদন একেবারে আপনার জন্যই।
advertisement
2/7
সুখটানেই লুকিয়ে বড় বিপদ। এ কথা আমরা সবাই জানি। তবুও আমাদের মধ্যে অনেকেই এই অভ্যেসে রাশ টানতে পারছি না। কারণ ধূমপানের অভ্যেস ত্যাগ করা অন্যতম কঠিন একটি কাজ।
advertisement
3/7
ধূমপান শরীরের একাধিক অংশের ব্যাপক ক্ষতি করে। অনেকেই মাত্রাতিরিক্ত ধূমপান করেন। একটা বয়সের পর তাঁদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে নানারকম সমস্যা দেখা দেয়। তখন ধূমপান ছাড়লেও আর লাভ হয় না।
advertisement
4/7
সময় থাকতে ধূমপান ছাড়তে পারলে আপনারই লাভ। কারণ এবার বিজ্ঞানীরা যে তথ্য দিচ্ছেন, তা শুনলে আপনার মাথায় হাত ঠেকতে পারে। একটা সিগারেট আপনার জীবন থেকে অনেকগুলো মিনিট কেড়ে নিচ্ছে।
advertisement
5/7
সাম্প্রতিক এক গবেষণা বলছে, একটা সিগারেট মানুষের জীবন থেকে সর্বোচ্চ ২০ মিনিট কেড়ে নিতে পারে। যদিও পুরুষ ও মহিলার ক্ষেত্রে এই হিসেবের তারতম্য ঘটতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
advertisement
6/7
একটি আস্ত সিগারেট একজন পুরুষের জীবন থেকে ১৭ মিনিট এবং মহিলার জীবন থেকে গড়ে ২২ মিনিট কেড়ে নিতে পারে বলে দাবি করছে গবেষণার রিপোর্ট।
advertisement
7/7
এবার ধরুন আপনার রোজ এক প্যাকেট বা গড়ে ১০টা করে সিগারেট খাওয়ার অভ্যেস। তা হলে বুঝতে পারছেন তো, রোজ জীবন থেকে কতটা সময় আপনার কমে যাচ্ছে!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
একটা সিগারেট, জীবন থেকে কত মিনিট কেড়ে নেয় জানেন? ভয়ঙ্কর দাবি বিজ্ঞানীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল