একটা সিগারেট, জীবন থেকে কত মিনিট কেড়ে নেয় জানেন? ভয়ঙ্কর দাবি বিজ্ঞানীদের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smoking kills- একটি আস্ত সিগারেট একজন পুরুষের জীবন থেকে ১৭ মিনিট এবং মহিলার জীবন থেকে গড়ে ২২ মিনিট কেড়ে নিতে পারে বলে দাবি করছে গবেষণার রিপোর্ট।
advertisement
1/7

ধূমপায়ীরা সাবধান! এমন খবর, যা আপনার ধূমপানের ইচ্ছে এবার কমিয়ে দিতে পারে। ধূমপানের অভ্যেস থাকলে এই প্রতিবেদন একেবারে আপনার জন্যই।
advertisement
2/7
সুখটানেই লুকিয়ে বড় বিপদ। এ কথা আমরা সবাই জানি। তবুও আমাদের মধ্যে অনেকেই এই অভ্যেসে রাশ টানতে পারছি না। কারণ ধূমপানের অভ্যেস ত্যাগ করা অন্যতম কঠিন একটি কাজ।
advertisement
3/7
ধূমপান শরীরের একাধিক অংশের ব্যাপক ক্ষতি করে। অনেকেই মাত্রাতিরিক্ত ধূমপান করেন। একটা বয়সের পর তাঁদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে নানারকম সমস্যা দেখা দেয়। তখন ধূমপান ছাড়লেও আর লাভ হয় না।
advertisement
4/7
সময় থাকতে ধূমপান ছাড়তে পারলে আপনারই লাভ। কারণ এবার বিজ্ঞানীরা যে তথ্য দিচ্ছেন, তা শুনলে আপনার মাথায় হাত ঠেকতে পারে। একটা সিগারেট আপনার জীবন থেকে অনেকগুলো মিনিট কেড়ে নিচ্ছে।
advertisement
5/7
সাম্প্রতিক এক গবেষণা বলছে, একটা সিগারেট মানুষের জীবন থেকে সর্বোচ্চ ২০ মিনিট কেড়ে নিতে পারে। যদিও পুরুষ ও মহিলার ক্ষেত্রে এই হিসেবের তারতম্য ঘটতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
advertisement
6/7
একটি আস্ত সিগারেট একজন পুরুষের জীবন থেকে ১৭ মিনিট এবং মহিলার জীবন থেকে গড়ে ২২ মিনিট কেড়ে নিতে পারে বলে দাবি করছে গবেষণার রিপোর্ট।
advertisement
7/7
এবার ধরুন আপনার রোজ এক প্যাকেট বা গড়ে ১০টা করে সিগারেট খাওয়ার অভ্যেস। তা হলে বুঝতে পারছেন তো, রোজ জীবন থেকে কতটা সময় আপনার কমে যাচ্ছে!