মহিলা দরদর করে ঘামছিলেন AC কোচে! TTE এসে বললেন, 'ম্যাডাম টিকিটটা?' যা উত্তর এল...ছিটকে যাবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railways: AC কোচে ছিলেন এক সুন্দরী মহিলা, TTE-কে দেখেই ঘাম মুছতে শুরু করলেন, তারপর বললেন, "আমার স্বামী GRP-তে আছেন..." তারপর যা ঘটল, তা চমকে দিল রেলযাত্রীদের!
advertisement
1/8

AC কোচে ছিলেন এক সুন্দরী মহিলা, TT-কে দেখেই ঘাম মুছতে শুরু করলেন, তারপর বললেন— "আমার স্বামী GRP-তে আছেন..." তারপর যা ঘটল, তা চমকে দিল রেলযাত্রীদের! (Representative Image: AI Generated)
advertisement
2/8
ট্রেন স্টেশন ছাড়ার পর কাটনি স্টেশনের টিটিই দিনেশ কুমার নিয়মিত টিকিট চেকিং করছিলেন। ঠিক তখনই AC কোচের B-1 বার্থ নম্বর ৩৮-এ বসা এক মহিলার কাছে টিকিট দেখতে চান তিনি। (Representative Image: AI Generated)
advertisement
3/8
মহিলা প্রথমেই জানান, তাঁর কোনো রিজার্ভেশন নেই। সঙ্গে বলেন, “আমার স্বামী GRP-তে চাকরি করেন, উনি অন্য সিটে বসে আছেন।” দিনেশ কুমার তখনও তাঁকে টিকিট দেখাতে বলেন। (Representative Image: AI Generated)
advertisement
4/8
এর মধ্যেই মহিলার স্বামী সন্দীপ কুমার এসে উপস্থিত হন। তিনিও GRP-র একজন জওয়ান। এরপর TT ও GRP জওয়ানদের মধ্যে বচসা শুরু হয়। TTE-র দাবি ছিল, নিয়ম মেনে টিকিট দেখাতেই হবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সন্দীপ তা অস্বীকার করেন। (Representative Image: AI Generated)
advertisement
5/8
বচসা আরও বেড়ে যায়। যখন ট্রেন ললিতপুর স্টেশনে পৌঁছায়, তখন আরও GRP জওয়ান ট্রেনে উঠে TT দিনেশ কুমারকে জোর করে নামিয়ে GRP থানায় নিয়ে যায়। (Representative Image: AI Generated)
advertisement
6/8
ট্রেন এরপর ছেড়ে দেয়, আর কোনও টিটিই ছিল না ওই ট্রেনে। টিটিইকে মারধর, জোর করে সই করানোর অভিযোগ দিনেশ কুমার তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন, তাকে GRP স্টেশনে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে এবং জোর করে একটি সমঝোতার কাগজে সই করানো হয়েছে। (Representative Image: AI Generated)
advertisement
7/8
এই অপমানজনক ঘটনার পর, স্থানীয় TTE অ্যাসোসিয়েশন DRM-এর (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) সঙ্গে দেখা করে দোষী GRP জওয়ানদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। (Representative Image: AI Generated)
advertisement
8/8
বুধবার এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে GRP, RPF এবং রেল প্রশাসনের একজন করে সিনিয়র সদস্য রয়েছেন। ঝাঁসি বিভাগের ADRM (OP) নন্দীশ শুক্লা GRP-এর ADGP-কে চিঠি পাঠিয়ে অভিযুক্ত GRP কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঘটনাটি রেল কর্মীদের নিরাপত্তা, সম্মান ও কর্তব্য পালনে বার্তা দিচ্ছে এক গুরুতর সংকেত। GRP-পুলিশি ক্ষমতার অপব্যবহার নাকি টিকিট চেকিংয়ের দায়িত্বে থাকা TT-এর অহংকার—কোনটা বড়? এর উত্তর খুঁজছে রেল দফতর। (Representative Image: AI Generated)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মহিলা দরদর করে ঘামছিলেন AC কোচে! TTE এসে বললেন, 'ম্যাডাম টিকিটটা?' যা উত্তর এল...ছিটকে যাবেন!