TRENDING:

পুরনো শাড়ি থেকে ফ্যাশনেবল ব্যাগ তৈরি করছেন ৮৯-র ঠাকুমা !

Last Updated:
advertisement
1/5
পুরনো শাড়ি থেকে ফ্যাশনেবল ব্যাগ তৈরি করছেন ৮৯-র ঠাকুমা !
৯০ ছুঁই ছুঁই বৃদ্ধা চালিয়ে চলেছেন পুরনো সেলাই মেশিন ৷ এতেই তো লুকিয়ে তাঁর জীবনের রসদ ৷ এই বয়সেই তিনি তৈরি করেছেন তাঁর নিজেস্ব ব্র্যান্ড ৷ পুরনো কাপড় দিয়ে তিনি তৈরি করছেন বটুয়া ব্যাগ ৷ Photo Courtesy: Instagram
advertisement
2/5
বৃদ্ধার নাম লতিকা চক্রবর্তী ৷ জন্ম ১৯৩০, অসমের ডিব্রুগড়ে ৷ মাত্র ১৩ বছর থেকেই শাড়িতে নিজেকে মানিয়ে নিয়েছিলেন লতিকাদেবী ৷ শাড়িই তাঁর প্রিয় পোশাকও ৷ সেই শাড়িই পুরনো হলে হারায় তার ঊজ্জ্বল্য ৷ কীভাবে পুরনো শাড়িকে টিকিয়ে রাখা যায়, তাই সব সময় ভাবতেন তিনি ৷ Photo Courtesy: Instagram
advertisement
3/5
বিবাহ সূত্রে দেশের বিভিন্ন শহরে ঘুরেছেন লতিকাদেবী ৷ নিজের সংগ্রহে রয়েছে নানা ধরনের শাড়ি ৷ সেই সব শাড়ি দিয়েই তৈরি হচ্ছে নানা ধরনের বটুয়া ব্যাগ ৷ ৮৯-এর বৃদ্ধা নিজেই করে চলেছেন সেই কাজ ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/5
জীবেন দেখেছেন অনেক কিছু ৷ কাটিয়েছেন অনেক দুরূহ সময় ৷ বিশেষ করে যুদ্ধের দিনগুলো তাকে শিখিয়েছে খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে ৷ প্রত্যক্ষ করেছেন ১৯৪৮, ৬২,৬৫, ৭১-র যুদ্ধ ৷ কীভাবে পুরনো জিনিসকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা যায়, তা শিখেছেন এই সব সময় থেকেই ৷ এই স্মৃতি থেকেই শুরু তাঁর কাজ ৷ পুরনো শাড়ি ফেলে না দিয়ে, তাকে নতুন রূপ দেওয়ার ভাবনাও এই ভাবে ৷ Photo Courtesy: Instagram
advertisement
5/5
জীবেন দেখেছেন অনেক কিছু ৷ কাটিয়েছেন অনেক দুরূহ সময় ৷ বিশেষ করে যুদ্ধের দিনগুলো তাকে শিখিয়েছে খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে ৷ প্রত্যক্ষ করেছেন ১৯৪৮, ৬২,৬৫, ৭১-র যুদ্ধ ৷ কীভাবে পুরনো জিনিসকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা যায়, তা শিখেছেন এই সব সময় থেকেই ৷ এই স্মৃতি থেকেই শুরু তাঁর কাজ ৷ পুরনো শাড়ি ফেলে না দিয়ে, তাকে নতুন রূপ দেওয়ার ভাবনাও এই ভাবে ৷ Photo Courtesy: Instagram
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পুরনো শাড়ি থেকে ফ্যাশনেবল ব্যাগ তৈরি করছেন ৮৯-র ঠাকুমা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল