Knowledge Story: ভয়েই ঘরে ঢুকবে না সাপ! 'এই' ৩ গাছ মারাত্মক...! একবার গন্ধ পেলেই শতহস্ত দূরে পালায় সাপ, আপনার বাড়িতে কি আছে?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Knowledge Story: বাড়িতে সাপ ঢুকে পড়লে অনেক মানুষই মেরে ফেলার চেষ্টা করে, এটা উচিত নয়৷ এমন কিছু গাছ রয়েছে, যার গন্ধ সাপ সহ্য করতে পারেন না৷ আর এই গাছগুলি বাড়িতে লাগালেই সাপ ভয়ে পালাবে৷
advertisement
1/9

সাপ এমন একটি প্রাণী,যা গোটা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম বলে মনে করা হয়৷ সাপ দেখা মাত্রই সকলেই ভয়ে আঁতকে ওঠে এবং পালাতে শুরু করে৷ তবে আচমকা বাড়িতে সাপ ঢুকে গেলে কী করবেন, তা নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান৷
advertisement
2/9
সাপকে তাড়ানোর জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন৷ বিশেষত যাদের বাড়ির পাশে পুকুর,নালা কিংবা ঝোপঝাড় রয়েছে তাদের একটু বেশি সতর্ক থাকা উচিত৷ কারণ এমন কিছু বিষধর সাপ রয়েছে যা কামড়ালে মৃত্যু নিশ্চিত৷
advertisement
3/9
বাড়িতে সাপ ঢুকে পড়লে অনেক মানুষই মেরে ফেলার চেষ্টা করে, এটা উচিত নয়৷ বরং শুনলে অবাক হবেন বাড়িতে কয়েকটি গাছ লাগালেই সাপ ঢোকা তো দূর, গাছের গন্ধেই ভয়ে পালাবে সাপ৷
advertisement
4/9
এমন কিছু গাছ রয়েছে, যার গন্ধ সাপ সহ্য করতে পারেন না৷ আর এই গাছগুলি বাড়িতে লাগালেই সাপ ভয়ে পালাবে৷ বাড়ির বারান্দায় বা উঠোনে স্নেক প্ল্যান্ট, গাঁদা ফুল, লেমনগ্রাস, তুলসী গাছ, ক্যাকটাস জাতীয় গাছ লাগানো ভীষণ জরুরি৷ ঘরে ঢোকার জায়গাতেই এই গাছগুলি রাখুন, যাতে সাপ ঢুকতে না পারে৷
advertisement
5/9
বিশেষজ্ঞরা বলেন, বাড়িতে সাপ প্রবেশ করলে ফিনাইল স্প্রে করা শুরু করুন। বাইরে যাওয়ার জন্য একটি বা দুটি জানালা বা দরজা খোলা রেখে দিন, ফিনাইলের গন্ধে সাপ বেরিয়ে আসতে পারে। যদি আপনার বাড়িতে কেরোসিন তেল থাকে তবে এটিও স্প্রে করতে পারেন। এই গন্ধগুলি সহ্য করতে পারে না সাপ৷
advertisement
6/9
বিশেষজ্ঞরা জানান, লাঠি দিয়ে সাপ মারার চেষ্টা না করাই ভাল৷ এটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে। সাপকে উত্ত্যক্ত না করাই ভাল। প্রাকৃতিক প্রতিকার হিসাবে লবঙ্গ এবং দারুচিনি তেল ব্যবহার করতে পারেন। এই দুটি তেল সমান পরিমাণে মিশিয়ে স্প্রে করলে সাপ বেরিয়ে আসে।
advertisement
7/9
সাপ যদি খুব বড় ও বিষাক্ত হয়, তবে ভুল করেও তাকে মারতে যাবেন না৷ বরং বাড়ির সকল সদস্যদের দূরে রাখাই ভাল৷ নিরাপত্তার কথা মাথায় রেখে একজন বিশেষজ্ঞকে কল করুন।
advertisement
8/9
এখন শুধু গ্রামে নয় বরং ছোট শহর থেকে মেট্রো শহরেও সাপের উপদ্রবের খবর শোনা যায়৷ সাপকে বাড়ি থেকে দূরে রাখতে বাড়ির বাইরে গরুড় গাছ লাগাতে পারেন। গরুড় ফল ঘরে রাখলে বিষাক্ত প্রাণীও সহজেই পালিয়ে যায়। এই ফলটি লম্বাটে এবং দেখতেও অনেকটা সাপের মতো। এর অনেক ঔষধি গুণ রয়েছে, যা সাপের বিষও দূর করে।
advertisement
9/9
সর্পগন্ধও এমন একটি উদ্ভিদ, সাপ এর ধারেকাছে আসতে পছন্দ করে না। এর গন্ধ বেশ তিক্ত। এটি আপনার বাড়ির বাগানে লাগাতে পারেন। সাপকে দূরে রাখতে বর্ষাকালেও এই গাছ লাগানো উপকারী। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ভয়েই ঘরে ঢুকবে না সাপ! 'এই' ৩ গাছ মারাত্মক...! একবার গন্ধ পেলেই শতহস্ত দূরে পালায় সাপ, আপনার বাড়িতে কি আছে?