7 Breathtaking Train Journeys in India|| রোমহর্ষক রেলযাত্রা! ভারতের 'ভয়ঙ্কর সুন্দর' ৭ রেলপথ কোনগুলো জানেন? দেখুন ছবিতে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
7 Breathtaking Train Journeys in India: বড়দিন আসছে, সকলেই কম-বেশি ঘুরতে বেরোচ্ছেন। তাই এ বারে বেড়াতে যাওয়ার আগে দেখে নিন ৭ রোমহর্ষক ট্রেন ভ্রমণের ছবি, কে বলতে পারে, হয়তো আপনার সেই জায়গায় যাওয়ার জন্য পা বাড়াতে ইচ্ছে হতে পারে..
advertisement
1/8

*ট্রেনে জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখার মজাই আলাদা। তা সেই মাঠঘাট-সর্ষে ক্ষেত দেখাই হোক বা পাহাড়-জঙ্গল সমুদ্র দেখা। বড়দিন আসছে, সকলেই কম-বেশি ঘুরতে বেরোচ্ছেন। তাই এ বারে বেড়াতে যাওয়ার আগে দেখে নিন ৭ রোমহর্ষক ট্রেন ভ্রমণের ছবি, কে বলতে পারে, হয়তো আপনার সেই জায়গায় যাওয়ার জন্য পা বাড়াতে ইচ্ছে হতে পারে...সংগৃহীত ছবি।
advertisement
2/8
*কোঙ্কন রেলওয়ে (মুম্বই-গোয়া): কোঙ্কন রেলওয়ে দেশের সাতটি রোমহর্ষক ট্রেন ভ্রমণের অভিজ্ঞতার মধ্যে অবশ্যই একটি। সহ্যাদ্রি পর্বতমালার বাঁকগুলির সৌন্দর্য, নদী ব্রিজ, মোহময়ী ঝরনা দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*ডেজার্ট কুইন (জয়সালমীর-যোধপুর): মরুভূমির মধ্যে দিয়ে ছুটে চলেছে আপনার ট্রেন। ভাবতে পারছেন কেমন লাগবে? স্বপ্নের মতো লাগছে নিশ্চই? আপনিও যদি জয়সালমীর থেকে যোধপুর ট্রেনে ভ্রমণ করেন, তাহলে আপনিও এই অভিজ্ঞতার সম্মুখীন হতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*হিমালয়ান ক্যুইন টয় ট্রেন (কালকা-সিমলা): ২০০৮ সালে UNESCO-র World Heritage Site-র অন্তর্ভুক্ত হয়েছে কালকা-সিমলা টয় ট্রেন। একবারে পিকচার পারফেক্ট যাকে বলে, সেই ভিউ আপনি পাবেন এই রেলপথে যাত্রা করলে। তাই জীবনে একবার অন্তত এই রেলপথে যাত্রা করুন। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*আইল্যান্ড এক্সপ্রেস (কন্যাকুমারী-ত্রিবান্দ্রম): দু-ঘণ্টার রোমহর্ষক ট্রেন যাত্রার অভিজ্ঞতা যদি জীবনে একবার পেতে চান, তাহলে কেরল ভ্রমনের সময় একবার অন্তত আইল্যান্ড এক্সপ্রেস রুটে যাত্রা করুন। চারিদিকে সবুজের সমারোহ আপনার চোখকে শান্তি দেবে। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*মাথেরান হিল রেলওয়ে (মাথেরান-নেরাল): পশ্চিমঘাট পর্বতমালার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই একবার অন্তত মাথেরান হিল রেলওয়েতে ভ্রমণ করতে হবে। ন্যারো গেজ হেরিটেজ এই রুটে ভ্রমণের অভিঘতা অনেকটা স্বপ্নের মতো। তবে এই রুটে যাওয়ার আদরশ সময় বর্ষাকাল। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*কাংরা ভ্যালি রেলওয়ে (পাঠানকোট-যোগীন্দরনগর): হিমাচল প্রদেশের কাংরা ভ্যালি থেকে পাঠানকোটের যোগীন্দরনগর পর্যন্ত এই ট্রেন যাত্রার অভিজ্ঞতা আপনাকে মোহিত করবে। এই টয়ট্রেন যাত্রায় আপনাকে ৯৫০টি ব্রিজ অতিক্রম করতে হবে। দেখতে পাবেন বহু মন্দির, বহু সৌধ, চা-বাগান, পাইনের সারি। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*কাশ্মীর ভ্যালি রেলওয়ে (জম্মু-বারামুলা): ভারতের সাত অসাধারণ রেল যাত্রার অভিজ্ঞতার মধ্যে অন্যতম কাশ্মীর ভ্যালি রেলওয়ে। এই রেলপথ ভূমিকম্পন প্রবণ এলাকাগুলির মধ্যে দিয়ে গিয়েছে। প্রবল ঠান্ডার জায়গা হওয়ায় সারাবছর প্রায় বরফাবৃত থাকে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
7 Breathtaking Train Journeys in India|| রোমহর্ষক রেলযাত্রা! ভারতের 'ভয়ঙ্কর সুন্দর' ৭ রেলপথ কোনগুলো জানেন? দেখুন ছবিতে...