TRENDING:

Treasure Ship: ৫০০ বছর পর হঠাত্‍ মিলল ‘ভুতুড়ে জাহাজ’! বালি খুঁড়তেই ঝরে পড়তে লাগল তাল তাল সোনা-রূপোর টাকা, আসল ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
500 Year Old Treasure Ship Found: হিরের খনি খুঁড়তে গিয়ে হঠাৎ কাঠ এবং ধাতুর অবশিষ্টাংশ দেখা গেল। তদন্তের পর জানা গেল যে এ কোনও সাধারণ কাঠ কিংবা ধাতু নয়। ৫০০ বছর আগে হারানো সেই জাহাজের অংশ। ৫০০ বছর ধরে যার খোঁজ চলেছে।
advertisement
1/10
৫০০ বছর পর হঠাত্‍ মিলল ‘ভুতুড়ে জাহাজ’! বালি খুঁড়তেই ঝরে পড়তে লাগল তাল তাল সোনা-রূপো
সমুদ্রে হেলতে দুলতে চলেছে বিরাট জাহাজ। গোটা জলযানটিই সোনা-রূপো-সহ অত‍্যন্ত দামি ধাতুতে ঠাসা। হঠাত্‍ সমুদ্রে উঠল প্রবল ঝড়। বাতাসের প্রবল বেগ সেই বিশাল জাহাজকে ঠেলে দিল তটের দিকে। ততক্ষণে নাবিক-সহ জাহাজের বাকি সকলেই বুঝে গিয়েছেন আর কোনওমতেই বাঁচানো সম্ভব নয়।
advertisement
2/10
তটের দিকে বাতাসের ঠেলায় ছুটে গিয়ে সোনা-দানা, হিরে জহরত সমেত জাহাজ ধাক্কা খেল এক বিরাট পাথরে। ধ্বংস হয়ে তলিয়ে গেল সমুদ্রের নীচে। আর সেই বিশাল সম্পদ? সময়ের সঙ্গে সঙ্গে সেও ধীরে ধীরে চাপা পড়েছে বালির তলায়। ভাবছেন কোনও টান টান উত্তেজনা পূর্ণ সিনেমার দৃশ‍্য?
advertisement
3/10
এ কাহিনী একেবারে জলজ‍্যান্ত বাস্তব। চাপা পড়েই থমকে থাকেনি এই জাহাজের ইতিহাস। বরং জাহাজটিকে ঘিরে আসল শোরগোল শুরু হয় তলিয়ে যাওয়ার কয়েকশ বছর পর। ফের পুনরুদ্ধারকে কেন্দ্র করে। পতনের মতোই এক রুদ্ধশ্বাস কাহিনী জড়িয়ে পুনরুদ্ধারেও।
advertisement
4/10
১৬শ শতাব্দীর পর্তুগিজ জাহাজ বোম জিসাসের তলিয়ে যাওয়ার পর পুনরুদ্ধারের ঘটনাকে অনেকেই এখনও পৃথিবীর ইতিহাসের অন‍্যতম সেরা সামুদ্রিক খোঁজ বলে মনে করেন। কেবল ঐতিহাসিক নয়, অর্থনীতির দিক বোম জিসাসের খোঁজ পাওয়ার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
advertisement
5/10
১৫৩৩ সালে বিপুল ধনরত্নে বোঝাই বোম জিসাস হারিয়ে গিয়েছিল। ৫০০ বছর ধরে বালির নিচে চাপা পড়েছিল ধ্বংসাবশেষ। এরপর কাহিনীর শুরু একেবারে ৫০০ বছর পর ২০০৮ সালে। হিরের খনি খুঁজতে গিয়ে স্কেলেটন কোস্টের পাশে একটি নিষিদ্ধ খনন এলাকা খুঁজে পায় কর্মীরা।
advertisement
6/10
হিরের খনি খুঁড়তে গিয়ে হঠাৎ কাঠ এবং ধাতুর অবশিষ্টাংশ দেখা গেল। তদন্তের পর জানা গেল যে এ কোনও সাধারণ কাঠ কিংবা ধাতু নয়। ৫০০ বছর আগে হারানো সেই জাহাজের অংশ। ৫০০ বছর ধরে যার খোঁজ চলেছে।
advertisement
7/10
সংবাদমাধ‍্যমে প্রকাশিত একাধিক রিপোর্ট অনুযায়ী, খননের পর বোম জিসাসের ধ্বংসাবশেষ থেকে প্রায় ২,০০০ সোনার মুদ্রা, হাতির দাঁত, তামার ইট, রূপা এবং নৌবহন আরও একাধিক মূল‍্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সামগ্রীগুলি পর্তুগাল থেকে আফ্রিকা এবং ভারত পর্যন্ত সেকালের বাণিজ‍্যিক পথকেও নির্দেশ করে।
advertisement
8/10
জাহাজে পর্তুগালের রাজা তৃতীয় জোয়াওয়ের শাসনের চিহ্নও পাওয়া গিয়েছে। বলা হয় একটি ভয়াবহ ঝড় এই জাহাজকে নামিবিয়া এর বিপজ্জনক তটের দিকে ঠেলে দিয়েছিল, যেখানে এটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়েই নাকি ডুবে যায় বোম জিসাস। কিন্তু তাহলেও ৫০০ বছর পর জাহাজের এত সামগ্রী অটুট থাকল কীভাবে?
advertisement
9/10
ইতিহাসবিদদের মতে, তার কৃতিত্ব প্রাপ‍্য নামিব মরুভূমির। এত দীর্ঘ সময় পরেও মুদ্রা এবং সামগ্রী নিরাপদ থাকা একটি আশ্চর্য ঘটনা। কিন্ত মরুভূমির বালি এবং শুকনো জলবায়ু এটিকে প্রাকৃতিকভাবে সংরক্ষিত করেছে। সামুদ্রিক পুরাতত্ত্ববিদ ডিটার নোলির মতে, এই জাহাজ ইউরোপের বিখ্যাত ফুগার ব্যাঙ্কিং বংশের জন্য সামগ্রী নিয়ে যাচ্ছিল।
advertisement
10/10
যদিও জাহাজ পর্তুগিজ ছিল, কিন্তু ইউনেস্কো এর চুক্তির অধীনে এটি এখন আইনগতভাবে নামিবিয়া এর সম্পত্তি। পর্তুগাল কোনও দাবি করেনি এবং এটিকে উপনিবেশবাদের পর সহযোগিতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। নামিবিয়া সরকার এখন এই সামগ্রীগুলিকে একটি বিশেষ মিউজিয়ামে প্রদর্শন করার পরিকল্পনা করছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Treasure Ship: ৫০০ বছর পর হঠাত্‍ মিলল ‘ভুতুড়ে জাহাজ’! বালি খুঁড়তেই ঝরে পড়তে লাগল তাল তাল সোনা-রূপোর টাকা, আসল ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল