Most Poisonous Snake: দেশের কোন ৫ সাপ সবচেয়ে বিপজ্জনক ও বিষাক্ত জানেন? ৯৫% কিন্তু ডাহা ফেল
- Published by:Sayani Rana
Last Updated:
নানা সময়ই শোনা যায় সাপের কামড়ে মৃত্যুর খবর। বেশ কিছু সাপ রয়েছে যারা খুবই বিষাক্ত। ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি? আপনি কি জানেন? এই প্রতিবেদনে এমনই কিছু সাপের সমন্ধে বলা হল।
advertisement
1/6

কিং কোবরা কামড়ে আধ ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। কিং কোবরা শরীরে কার্ডিওটক্সিন, সিনপটিক নিউরোটক্সিন থাকে। কোবরা কামড়ানোর পরে স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
2/6
ভারতীয় কালাচ খুবই বিষাক্ত একটি সাপ। প্রথমবার কামড়ে যতটা বিষ ঢালে তাতে একসঙ্গে ৬০-৭০ জনের মৃত্যু হতে পারে। এটি মুখ ও মাথায় আক্রমণ করে।
advertisement
3/6
ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ হল ভারতীয় কোবরা। ভারতের বিভিন্ন অঞ্চলে এই সাপ পাওয়া যায়। একটি প্রাপ্তবয়স্ক সাপ ১ মিটার থেকে ১.৫ মিটার (৩.৩ ফুট ৪.৯ ফুট) লম্বা হয়।
advertisement
4/6
চন্দ্রবোড়া ভারতের উষ্ণ আবহাওয়া যুক্ত জায়গায় বেশি দেখা যায়। এই সাপটি দ্রুত গতিতে আক্রমণ করে। গবেষণায় পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে এই বিষাক্ত সাপের কামড়ে প্রতি বছর ২০,০০০ মানুষের মৃত্যু হয়।
advertisement
5/6
এই স-স্কেলড ভাইপার দৈর্ঘ্যে খুব ছোট, তবে খুব গতিশীল এবং আক্রমণাত্মক। এই সাপের কামড়ে প্রতি বছর প্রায় ৫,০০০ মানুষ মারা যায়। এটি খুবই বিষধর সাপ।
advertisement
6/6
তাই বিষাক্ত সাপ সর্বদাই এড়িয়ে চলা উচিত। (দাবিত্যাগ: এই নিবন্ধে দেওয়া তথ্যগুলি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে। নিউজ 18 বাংলা এগুলি নিশ্চিত করে না। তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Most Poisonous Snake: দেশের কোন ৫ সাপ সবচেয়ে বিপজ্জনক ও বিষাক্ত জানেন? ৯৫% কিন্তু ডাহা ফেল