Science News: কোনওটা ৮৮০ ফুট, কোনওটা ৩১ ফুট, ভয়ানক গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, বলছে নাসা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Science News: তার মধ্যে একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে গিয়েছে জুলাই মাসের ছ’তারিখ৷
advertisement
1/5

নাসা জানিয়েছেন, মোট পাঁচ-পাঁচটি নানা মাপের গ্রহাণু ধেয়ে আসছে পঋিতীবর দিকে৷ আর সেই পৃথিবীজুড়ে বিজ্ঞানীদের মধ্যে তোলপাড় পড়ে গিয়েছে৷ তার মধ্যে একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে দিয়েছে জুলাই মাসের ছ’তারিখ৷
advertisement
2/5
তার আগে একটি গত ৫ তারিখে গিয়েছে পৃথিবীর খুব কাছ দিয়ে৷ ৫৭০ ফুটের সেই সেই গ্রহাণু পৃথিবীর থেকে মাত্র ২ মিলিয়ন কিলোমিটার দূর থেকে চলে গিয়েছে, এর গতি ছিল ঘণ্টায় ২৭ হাজার ৯৬৯ কিলোমিটার৷
advertisement
3/5
এ ছাড়া গ্রহাণু ২০২৩ এমই ফোর, পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যেটির আজকে পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাওয়ার কথা৷ এই গ্রহাণুটি প্রায় ১০০ ফুট চওড়া৷ এটির গতিবেগ থাকবে ঘণ্টায় ৩৮ হাজার ৪০১ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷
advertisement
4/5
পাশাপাশি, আরও একটি গ্রহাণু, যেটির দৈর্ঘ আনুমানিক ১১০ ফুটের কাছাকাছি, সেই গ্রহাণি ২০২৩ এলএইচ২ ধেয়ে আসছে আজই৷ পৃথিবীর খুব কাছ দিয়ে এটি ঘণ্টায় ২৮ হাজার ৫৪৪ কিলোমিটার বেগে চলে যাবে৷
advertisement
5/5
এ ছাড়া, আগামী কালও একটি গ্রহাণুর পৃথিবীর খুব কাছ দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ এটি এদের মধ্যে সবচেয়ে বড়৷ এর দৈর্ঘ্য আনুমানিক ৮৮০ ফুট চওড়া৷ এটির গতিও অত্যাধিক বেশি, প্রায় ৭৭ হাজার ৯৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Science News: কোনওটা ৮৮০ ফুট, কোনওটা ৩১ ফুট, ভয়ানক গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, বলছে নাসা