TRENDING:

Vastu| Animals & Birds Auspicious for House|| কুকুর-পাখি-মাছের শখ আছে? কোন পশু-প্রাণী বাড়িতে পুষলে সংসারে সমৃদ্ধি আসে? জানুন...

Last Updated:
Lucky Charm, Vastu Tips 2022, Vastu Shastra: বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে কিছু পশু-পাখি রাখা শুভ বলে মনে করা হয়। এসব পশু-পাখি ঘরে সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। এ ছাড়াও, বিশ্বাস করা হয় কিছু অশুভ শক্তিও এড়ানো যায়।
advertisement
1/6
কুকুর-পাখি-মাছের শখ আছে? কোন পশু-প্রাণী বাড়িতে পুষলে সংসারে সমৃদ্ধি আসে? জানুন..
*লাকি চার্ম: বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে কিছু পশু-পাখি রাখা শুভ বলে মনে করা হয়। এসব পশু-পাখি ঘরে সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। এ ছাড়াও, বিশ্বাস করা হয় কিছু অশুভ শক্তিও এড়ানো যায়। শহরে মানুষ তাঁদের চাহিদা ও শখ অনুযায়ী পশু-পাখি পালন করে। আপনিও বাড়িতে এই পশু-পাখি প্রতিপালন করুন, সংসারে সুখ-সমৃদ্ধি আসবে।
advertisement
2/6
*ফেংশুই এবং বাস্তু অনুসারে বাড়িতে মাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। মাছ পালনে ঘরের দারিদ্র্য দূর হয়। এ ছাড়া ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে। অ্যাকোয়ারিয়ামে সোনালি রঙের মাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। সঙ্গে একটি কালো মাছও রাখতে পারেন। বলা হয় মাছেরা পরিবারের কষ্ট নিজেরা নিজেদের কাঁধে তুলে নেয়।
advertisement
3/6
*বাস্তুশাস্ত্র অনুসারে, খরগোশকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। খরগোশ পালন করলে বাড়ির নেতিবাচক শক্তি ইতিবাচক শক্তিতে রূপান্তরিত হয়।
advertisement
4/6
*বাস্তুশাস্ত্র বলে, ঘরে যদি কচ্ছপ থাকে তাহলে আপনার সব কাজ সহজে হয়ে যায়। কচ্ছপ লালন-পালনে ঘরের ঐশ্বর্য বৃদ্ধি পায়।
advertisement
5/6
*বাড়িতে কুকুর পালন করলে ধন-সম্পদের ঘরে আসে। এ ছাড়াও, সারমেয় প্রতিপালনে পরিবারের সমস্ত ঝামেলা নিজের ওপর নেন। একটি কুকুর পোষ মানালে অশুভ গ্রহগুলিকেও শুভ গ্রহে রূপান্তরিত করা যায়।
advertisement
6/6
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Vastu| Animals & Birds Auspicious for House|| কুকুর-পাখি-মাছের শখ আছে? কোন পশু-প্রাণী বাড়িতে পুষলে সংসারে সমৃদ্ধি আসে? জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল