2026 Holidays Calendar: ২০২৬ সালে জানুয়ারি-ডিসেম্বরে অনেক ছোট-বড় ছুটি, পরিকল্পনা করে ফেলুন আজই, রইল সারা বছরের লং উইকেন্ডের সম্পূর্ণ তালিকা
- Published by:Shubhagata Dey
Last Updated:
2026 Holidays Calendar: ২০২৬ সালে, ১২ থেকে ১৪ দীর্ঘ সপ্তাহান্ত থাকবে। জানুয়ারি থেকে ডিসেম্বর, মাস অনুযায়ী লং উইকেন্ডের তালিকা দেখুন এবং বেরাতে যাওয়ার দুর্দান্ত প্ল্যান করে ফেলুন নতুন বছর শুরুর আগেই।
advertisement
1/12

*আপনি যদি ভ্রমণপ্রেমী হন অথবা আপনার পরিবারের সঙ্গে ছোট ছুটি কাটানোর পরিকল্পনা করতে চান, তাহলে ২০২৬ সাল আপনার জন্য একটি দুর্দান্ত বছর হতে পারে। এই বছর, ছুটির দিনগুলিকে সপ্তাহান্তের সঙ্গে একত্রিত করে দীর্ঘ সপ্তাহান্ত বা লং উইকেন্ড তৈরির অনেক সুযোগ রয়েছে।
advertisement
2/12
*যদি আপনি আগে থেকে পরিকল্পনা করেন, তাহলে আপনি সারা বছর ধরে বেশ কয়েকটি ছোট ভ্রমণ উপভোগ করতে পারেন। জানুয়ারি থেকে ডিসেম্বর, মাস অনুযায়ী লং উইকেন্ডের তালিকা দেখুন এবং বেরাতে যাওয়ার দুর্দান্ত প্ল্যান করে ফেলুন নতুন বছর শুরুর আগেই।
advertisement
3/12
*জানুয়ারীঃ ১ জানুয়ারি, বৃহস্পতিবার ইংরাজি নববর্ষ দিন। আপনি যদি ২ জানুয়ারি (শুক্রবার) ছুটি নিতে পারেন, তাহলে সব মিলিয়ে চার দিনের ছুটি পাবেন (১-৪ জানুয়ারি) সরকারি কর্মীদের অনেকেই।
advertisement
4/12
*জানুয়ারীঃ এদিকে, ২৬ জানুয়ারি, সোমবার প্রজাতন্ত্র দিবস। যাদের শনি এবং রবিবার ছুটি, তাদের ক্ষেত্রে পর পর অর্থাৎ শনি এবং রবিবার মিলিয়ে তিন দিনের সপ্তাহান্ত। এই ছোট্ট ছুটিতে দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ঘুরে আসতে পারে।
advertisement
5/12
*মার্চঃ ৩ মার্চ মঙ্গলবার, হোলি। আপনি যদি ২ মার্চ ছুটি নেন, তাহলে পর পর চারদিনের বিরতি। এই লং উইকেন্ডে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গ বা সিকিমের যে কোনও জায়গা থেকে। আপনার বাজেট যদি বেশি হয়, তাহলে এই ছুটিতে ঘুরে আসতে পারেন গোয়া।
advertisement
6/12
*মার্চঃ ২৬ মার্চ বৃহস্পতিবার রাম নবমী এবং ৩১ মার্চ মঙ্গলবার মহাবীর জয়ন্তী। মাঝখানে ছুটি-সহ ৫-৬ দিনের ভ্রমণ পরিকল্পনা করে ফেলতেই পারেন। এই ছুটিতে ঘুরে আসতে পারেন মথুরা-বৃন্দাবন, বারাণসী, দিল্লি, গোয়া বা উত্তরবঙ্গের কোনও জায়গা।
advertisement
7/12
*এপ্রিলঃ ৩ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে, ২ এপ্রিল ছুটি-সহ ৪ দিনের বিরতি। এই ছুটিতেও ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের কোনও জায়গায়, ওড়িশার পুরী, কটক, বালেশ্বর, দেওমালি, কোরাপুট, দারিংবারি, কেওনঝড়, সাতকোশিয়া বা গোয়া।
advertisement
8/12
*মেঃ ১ মে শুক্রবার শ্রমিক দিবস এবং বুদ্ধ পূর্ণিমা। তারপর দু'দিন শনি এবং রবিবার। ফলে ৩ দিনের ছুটি। এই লং উইকেন্ডে ঘুরে আসতে পারেন পুরী, দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম।
advertisement
9/12
*অগাস্টঃ ১৫ অগাস্ট শনিবার স্বাধীনতা দিবস। ছুটির জন্য সামঞ্জস্য করলে দীর্ঘ সপ্তাহান্ত রেডি আপনার জন্য। এরপর ২৫-২৮ অগাস্ট মিলাদ-উন-নবী এবং রক্ষা বন্ধন, মাঝখানে ছুটি-সহ ৫ দিনের বিরতি। সেই ছুটিতে ঘুরে আসতে পারেন রাজ্যের যে কোনও জেলা থেকে। পাশাপাশি, যে কোনও রাজ্যেও এই ছুটি কাটাতে যেতে পারেন অনায়াসেই, তবে এই ভ্রমণে খসতে পারে খানিক বেশি টাকা।
advertisement
10/12
*অক্টোবরঃ ২ অক্টোবর শুক্রবার গান্ধি জয়ন্তী, ৩ দিনের সপ্তাহান্ত। দিল্লি-আগ্রা ঘুরে আসতে পারেন বিমান ভাড়া দেওয়ার সামর্থ্য থাকলে, না হলে ঘুরে আসুন রাজ্যের কোনও জায়গা থেকে। দিঘা, মন্দারমণি, পুরী, বকখালি আদর্শ।
advertisement
11/12
*ডিসেম্বরঃ ২৫ ডিসেম্বর শুক্রবার বড়দিন। বছরের শেষে তিন দিনের টানা ছুটি। ঘুরে আসতে পারেন আপনার পছন্দের কাছেই যে কোনও জায়গায়। আর একেবারে নিরিবিলিতে কাছের মানুষের সঙ্গে কাটাতে চাইলে আপনার ডেস্টনেশন হতেই পারে কলকাতার কাছেই কোনও রিসর্ট।
advertisement
12/12
*সারা বছরের ক্যালেন্ডার থেকে স্পষ্ট ২০২৬ সালে প্রায় ১২ থেকে ১৪টি লং উইকেন্ড রয়েছে। আপনি যদি এখনই আপনার ছুটির পরিকল্পনা করেন, তাহলে বিমান এবং হোটেল বুকিং সস্তা হতে পারে। এছাড়াও, আপনি ভিড় এড়িয়ে আরামদায়ক ছুটি উপভোগ করতে পারবেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
2026 Holidays Calendar: ২০২৬ সালে জানুয়ারি-ডিসেম্বরে অনেক ছোট-বড় ছুটি, পরিকল্পনা করে ফেলুন আজই, রইল সারা বছরের লং উইকেন্ডের সম্পূর্ণ তালিকা