TRENDING:

2 Days Work Shift In a Week: আসছে খুশির দিন, আগামী ১০ বছরে সপ্তাহে ২ দিন কাজ করলেই কেল্লাফতে, ভবিষ্যদ্বাণী করলেন গেটস

Last Updated:
Working Hours: আপনার কোম্পানি পারলে সাতদিনই আপনাকে দিয়ে কাজ করায়! আর বেশিদিন নয়...
advertisement
1/5
আগামী ১০ বছরে সপ্তাহে ২ দিন কাজ করলেই কেল্লাফতে, ভবিষ্যদ্বাণী করলেন গেটস
: ভারতীয় বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই নিদান হাঁকছেন কতদিন ধরে কাজ করা উচিত, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত ঘণ্টা কাজ করা উচিত৷ রয়েছেন নারায়ণ মূর্তি, এসএন সুব্রহ্ম্যনিয়ান৷ নারায়ণ মূর্তির মন্তব্য নিয়ে সেভাবে তোলপাড় না হলেও এল অ্যান্ড টি চেয়ারম্যানের মন্তব্য ঘিরে গোটা দেশ তোলপাড় হয়েছিল৷ সেখানে বিল গেটস ভবিষ্যতে কাজের জায়গার আসল ছবিটা তুলে ধরলেন৷ Photo Courtesy- Representative (AI)
advertisement
2/5
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের ভবিষ্যদ্বাণীতে বিপ্লব দেখছেন কর্মরতরা৷ গেটস বলেছেন, ‘‘আমাদের কাজ করার পদ্ধতিতে নাটকীয় পরিবর্তন আসতে মাত্র এক দশক সময় লাগতে পারে।’’ দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালনে বক্তব্য রাখার সময় গেটস বলেন, তিনি আশা করেন যে দশ বছরের মধ্যে, মানুষকে সপ্তাহে মাত্র দুই বা তিন দিন কাজ করতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির জন্য ধন্যবাদ।
advertisement
3/5
"চাকরি কেমন হবে? আমাদের কি সপ্তাহে মাত্র ২ বা ৩ দিন কাজ করা উচিত?" সাক্ষাৎকারে গেটস জিজ্ঞাসা করেছিলেন। "এআই-তে উদ্ভাবনের বর্তমান গতিতে," তিনি বলেন, "বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের আর প্রয়োজন নাও হতে পারে।"
advertisement
4/5
গেটস যে এই কথাটি বলছেন তা নয়, এর আগেও তিনি এই বার্তা দিয়েছিলেন। ২০২৩ সালে, যখন ওপেনএআই-এর চ্যাটজিপিটি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করছিল, তখন তিনি বলেছিলেন যে একটি নতুন নিয়ম "অবশেষে" সপ্তাহে তিন দিন কাজ করার পরিস্থিতি দেবে। তাঁর বক্তব্য ছিল "যদি আপনি জুম আউট করেন, তাহলে জীবনের উদ্দেশ্য কেবল কাজ করা নয়৷" তিনি পরে ট্রেভর নোহের হোয়াট নাউ? পডকাস্টে বলেছিলেন, পূর্ণ কর্মসপ্তাহ থেকে মুক্ত হয়ে মানুষ কীভাবে তাদের সময় ব্যবহার করে তা পুনর্মূল্যায়ন করার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন।
advertisement
5/5
এদিকে গেটস যখন এই কথা বলছেন তখন ভারতের ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি বলেছিলেন ৭০ ঘণ্টা কাজ করার। এল অ্যান্ড টির চেয়ারম্যান এসএন সুব্রহ্ম্যনিয়ান নিদান দিয়েছিলেন, সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করতে হবে। ১ দিন সাপ্তাহিক ছুটি ধরলে নারায়ণ মূর্তির প্রস্তাব অনুসারে দৈনিক ১২ ঘণ্টা কাজ করতে হবে। আর এসএন সুব্রহ্ম্যনিয়ানের নির্দেশ অনুসারে দৈনিক ১৫ ঘণ্টা কাজ করলে তবেই সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা সম্ভব হয়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
2 Days Work Shift In a Week: আসছে খুশির দিন, আগামী ১০ বছরে সপ্তাহে ২ দিন কাজ করলেই কেল্লাফতে, ভবিষ্যদ্বাণী করলেন গেটস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল