Viral News: অবিশ্বাস্য! ‘দম্পতির’ ১০০ বছর বয়সে জীবনে প্রথম বার সন্তানের জন্ম হল! পুরোটা জানলে চমকে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral News: স্ত্রী এবং পুরুষ দু’জনেরই বয়স শতাধিক বছর৷ প্রথম বার সন্তানের জন্ম দিল এই স্ত্রী প্রজাতির প্রাণীটি৷
advertisement
1/9

শুনলে চমকে যাবেন যে কেউ৷ ঘোর অবিশ্বাস্য ঘটনা ঘটেছে৷ ১০০ বছর বয়সে সন্তানের জন্ম দিয়েছে৷ এবং, সেটাও জীবনে প্রথমবার৷ স্ত্রী এবং পুরুষ দু’জনেরই বয়স শতাধিক বছর৷ প্রথম বার সন্তানের জন্ম দিল এই স্ত্রী প্রজাতির প্রাণীটি৷
advertisement
2/9
ঘোর অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে ফিলাডেলফিয়া চিড়িয়াখানায়৷ আমেরিকার এই পশুশালায় ১০০ বছর বয়সে সন্তানের জন্ম দিয়েছে এক জোড়া কচ্ছপ৷ (Image Courtesy:Social Media)
advertisement
3/9
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে সম্প্রতি তাদের পশুশালায় ডিম প্রসব করেছে ওয়েস্টার্ন সান্তা ক্রুজ গ্যালাপ্যাগোস প্রজাতির এক কচ্ছপ৷ প্রসঙ্গত বিশ্বে বিভিন্ন কচ্ছপ প্রজাতির মধ্যে এটাই আকারে সবথেকে বড়৷ (Image Courtesy:Social Media)
advertisement
4/9
ইকুয়েডরের গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জের সান্তা ক্রুজ দ্বীপের আদি বাসিন্দা এই প্রজাতির কচ্ছপ৷ উৎসস্থান থেকেই নামকরণ করা হয়েছে তাদের৷ এই প্রজাতি এখন বিলুপ্তপ্রায়৷ (Image Courtesy:Social Media)
advertisement
5/9
যে কচ্ছপটি শতাধিক বছর বয়সে প্রথমবার মা হয়েছে, সেটি ফিলাডেলফিয়া চিড়িয়াখানার আদিতম বাসিন্দা৷ তার নাম মোম্মি৷ এই প্রথম এই চিড়িয়াখানায় গ্যালাপ্যাগাস প্রজাতির কচ্ছপের জন্ম হল৷ (Image Courtesy:Social Media)
advertisement
6/9
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে ১৯৩২ সাল থেকে মোম্মি এই চিড়িয়াখানার বাসিন্দা৷ তার সঙ্গী বা নবজাতক কচ্ছপদের জন্মদাতা কচ্ছপের নাম অ্যাবরাজ্জো৷ তাকে ২০২০ সালে আনা হয়েছে ফিলাডেলফিয়া চিড়িয়াখানায়৷ (Image Courtesy:Social Media)
advertisement
7/9
বিশেষজ্ঞদের মতে মোম্মির বয়স অন্তত ৯৭ বছর থেকে শতাধিক৷ অন্যদিকে অ্যাবরাজ্জোর বয়স কমপক্ষে ৯৬ থেকে শুরিু করে শতাধিক বছর৷ গত বছর নভেম্বরে ১৬ টি ডিম প্রসব করে মোম্মি৷ (Image Courtesy:Social Media)
advertisement
8/9
ডিমগুলিকে ইনকিউবেটরে রেখে তা দেওয়ান চিড়িয়াখানার কর্মীরা৷ কচ্ছপের ক্ষেত্রে তা দেওয়া বা হ্যাচিং-এর সময়কার তাপমাত্রার উপর নির্ভর করে ডিম ফুটে বেরনো ছানাদের লিঙ্গ৷ তাপমাত্রা বেশি থাকলে স্ত্রী প্রজাতির ছানার জন্ম হয় ডিম ফুটে৷ কম তাপমাত্রায় হ্যাচিং হলে ডিম ফুটে বেরিয়ে আসে পুরুষ প্রজাতির কচ্ছপ ছানা৷ (Image Courtesy:Social Media)
advertisement
9/9
ফিলাডেলফিয়া চিড়িয়াখানায় সাধারণ দর্শকদের জন্য ২৩ এপ্রিল থেকে প্রদর্শিত হচ্ছে মোম্মির শাবকরা৷ ঘটনাচক্রে আজ থেকে ৯৩ বছর আগে এই দিনেই এই চিড়িয়াখানায় এসেছিল মোম্মি৷ (Image Courtesy:Social Media)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: অবিশ্বাস্য! ‘দম্পতির’ ১০০ বছর বয়সে জীবনে প্রথম বার সন্তানের জন্ম হল! পুরোটা জানলে চমকে যাবেন