Viral: বিকেল বেলায় বালি স্নানে মেতে উঠল বুনো হাতির দল! দেখতে পর্যটকদের ভিড়
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Viral: রাজাভাতখাওয়ার জঙ্গলের রাস্তায় দেখা মিলল বুনো হাতির দলের। এদিন বিকেলে দেখা যায় এই দৃশ্য। বুনো হাতিগুলি বালি স্নানে মেতে ওঠে। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন পথচলতি মানুষ ও পর্যটকরা।
advertisement
1/5

বসন্তের বিকেলে বালি স্নানে মাতলো বুনো হাতির দল। বালি উড়িয়ে একে অপরের গায়ে ছড়িয়ে দিচ্ছিলো হাতির দলটি। বালি স্নানের এই দৃশ্য দেখতে ভিড় জমে যায় জঙ্গলের রাস্তার ধারে।
advertisement
2/5
এদিন বুনো হাতির দলটিকে দেখা গিয়েছিল রাজাভাতখাওয়ার জঙ্গলের পাশে। রাস্তা পারাপার করার আগে বালি স্নানে মেতে ওঠে দলটি। দলে ছিল সাতটি হাতি।
advertisement
3/5
বসন্ত এলে খুশি হয়ে ওঠে প্রকৃতি। বসন্তে আসে দোল উৎসব। হাতিগুলির বালি উড়িয়ে আনন্দের দৃশ্য দেখে তা দোলের সঙ্গে তুলনা করলেন অনেক পর্যটক।
advertisement
4/5
রাজাভাতখাওয়ার জঙ্গল সংলগ্ন এলাকার পাশ দিয়ে যাওয়া পর্যটকদের পক্ষ থেকে জানা যায় এদিন বিকেলে আধ ঘণ্টার বেশি সময় ধরে হাতিগুলি বালি স্নানে মেতেছিল। অনেকেই এই দৃশ্য মুঠো ফোন ও ক্যামেরাতে বন্দি করেছেন।
advertisement
5/5
রাজাভাতখাওয়ার এই রাস্তায় প্রায় সময় দেখা মেলে বুনো হাতিদের। তবে হাতিগুলি রাস্তা পারাপার করে চলে যায়। নয়তো জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকে। এমন বালি স্নানের দৃশ্য এই রাস্তায় দেখতে পেয়ে খুশি সকলে।