Tourist Missing In Sikkim: আনন্দ করতে গিয়েছিলেন, চলে গেলেন ‘না ফেরার দেশে’, সিকিমে ১০০০ ফুট উঁচু থেকে পর্যটকদের জিপ তিস্তাতে, খোঁজ মিলছে না ৯ জনের
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Tourist Missing In Sikkim: উত্তর সিকিমে তিস্তা নদীতে পর্যটকদের গাড়ি ; নিখোঁজ ৯, উদ্ধারে সেনা
advertisement
1/5

গভীর রাতে এক মর্মান্তিক ঘটনায়, উত্তর সিকিমের চুংথাং-মুনশিথাং রুটে SK03J650 নম্বরের একটি পর্যটকবাহী গাড়ি প্রায় ১,০০০ ফুট গভীর তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে ১০ জন পর্যটক এবং চালক সহ ১১ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
advertisement
2/5
ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের দল রাতের কঠিন পরিস্থিতিতে আহতদের খুঁজে বের করার জন্য তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে।
advertisement
3/5
গুরুতর অবস্থায় থাকা দুই ব্যক্তিকে সফলভাবে উদ্ধার করা হয়েছে এবং জরুরি চিকিৎসার জন্য গ্যাংটকে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
4/5
গুরুতর অবস্থায় থাকা দুই ব্যক্তিকে সফলভাবে উদ্ধার করা হয়েছে এবং জরুরি চিকিৎসার জন্য গ্যাংটকে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
5/5
উত্তর সিকিমে তিস্তা নদীতে পর্যটকদের গাড়ি ; নিখোঁজ ৯, উদ্ধারে সেনা।