Durga Puja 2024: ডান্ডিয়া ও গরবা উৎসবে মেতে উঠল উত্তরবঙ্গ, হাসিমারায় গুজরাতি ছোঁয়া
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
দেবী দুর্গাকে প্রসন্ন করতে ডান্ডিয়া ও গরবা উৎসবের আয়োজন হল ডুয়ার্সের হাসিমারাতে। প্রতিবছর এই এলাকাতে আয়োজিত হয় এই উৎসব। এলাকার হিন্দি ভাষাভাষী মানুষেরাই বেশি এই উৎসবে অংশগ্রহণ করেন।
advertisement
1/5

উত্তরবঙ্গে দেখা গেল গুজরাতের ছোঁয়া। ডান্ডিয়া ও গরবা উৎসবে মেতে উঠল হাসিমারার বাসিন্দারা।
advertisement
2/5
নবরাত্রি উপলক্ষে হাসিমারার এক পুজো মন্ডপে আয়োজিত হয়েছিল ডান্ডিয়া ও গরবা উৎসব।
advertisement
3/5
এলাকার ছোট থেকে শুরু করে বড় মহিলারা এই উৎসবে অংশগ্রহণ করেন।
advertisement
4/5
রংবেরঙের পোশাক পরে বিশেষ করে যুবতীরা হাজির হয়েছিলেন পুজো মন্ডপে।
advertisement
5/5
দেবী দুর্গাকে প্রসন্ন করতে এই উৎসবের আয়োজন প্রতিবছর হয়ে থাকে হাসিমারাতে।