Sikkim Landslide: চিন ভারত সীমান্তের সেনা শিবিরে ভূমিধসে মৃত্যু ৩ ভারতীয় সেনার, আহত ৪! চলছে উদ্ধারকাজ
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ভারতীয় সেনাবাহিনী তার সকল কর্মীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অটল, প্রকৃতির ক্রোধের মুখেও কর্তব্যের প্রতি তাদের অদম্য মনোভাব।
advertisement
1/5

সিকিমের লাচেন জেলার চাতেং এলাকায় ভূমিধসের কবলে সেনা শিবির উদ্ধার কার্জ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, উদ্ধার দুই সেনা কর্মী হাবিলদার লখবিন্দার সিং, লায়ন্স নায়েক মুনিশ ঠাকুর-সহ এক মালবাহকের মৃতদেহ।
advertisement
2/5
রবিবার সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায়, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এক ভয়াবহ ভূমিধস এর কবলে পরে লাচেন জেলার চাতেনে এলাকায় ভারতীয় সেনাবাহিনীর শিবিরটি।। ভারতীয় সেনাবাহিনী সদস্যরা প্রতিকূলতার মুখে পরেও দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
advertisement
3/5
চারজনকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হলেও, তিনজন সাহসী কর্মী , যাদের মধ্যে রয়েছে হাবলদার লক্ষবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখা বীরগতি প্রাপ্ত করে, সোমবার সেনা বাহিনীর দুই সদস্য এবং এক মলবাহকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
advertisement
4/5
এই ভূমিধসে নিখোঁজ ছয় কর্মীকে খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
advertisement
5/5
এই দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণ হারানো সাহসী ব্যক্তিদের পরিবারের প্রতি ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা প্রকাশ করছে। এই শোকের মুহূর্তে শোকাহত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।