Traditional Puja: চলে ঐতিহ্যবাহী বাঁশখেলা, চৈত্রের শেষবেলায় আজও প্রাচীন এই পুজোর আসর ঘিরে অগণিত ভক্ত সমাগম
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Traditional Puja: ই পুজোকে কেন্দ্র করে দু’দিন ব্যাপী চলে বাঁশ খেলা ও বাঁশ মেলা। বাঁশ গুলিকে প্রথমে সাজিয়ে তোলা হয় সুন্দর কাপড় দিয়ে। তারপর সন্তান কামনায় পুজো করা হয়।
advertisement
1/5

রাজবংশী সম্প্রদায়ের অন্যতম পুজো এই মদনকাম। এই পুজোর বিশেষত্ব হলো বাঁশকে মদনকাম রূপে পুজো করা হয়।
advertisement
2/5
প্রতি বছর বাঁশ খেলার মাধ্যমে ঐতিহ্যবাহী এই মদনকামের পুজোর আয়োজন করেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা। এই মদনকাম পুজোর মেলায় আসেন অগণিত বাসিন্দারা।
advertisement
3/5
এই পুজোকে কেন্দ্র করে দু’দিন ব্যাপী চলে বাঁশ খেলা ও বাঁশ মেলা। বাঁশ গুলিকে প্রথমে সাজিয়ে তোলা হয় সুন্দর কাপড় দিয়ে। তারপর সন্তান কামনায় পুজো করা হয়।
advertisement
4/5
পুজো করতে আসা এক ব্যক্তি উপেন বর্মন জানান, পুজোর পর দু’জন ব্যক্তিকে শিব এবং কালি ঠাকুর সাজিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো হয় এবং বাঁশ খেলা হয়।
advertisement
5/5
রাজবংশী সম্প্রদায়ের আরেক ব্যক্তি সুবোধ চন্দ্র বড়ুয়া জানান, তবে দীর্ঘ প্রাচীন এই মদনকামের পুজোকে কেন্দ্র করে বাঁশ খেলা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে।