TRENDING:

Siliguri Durga Puja : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ! এক মিনিটে জেনে নিন কোন রাস্তা কখন বন্ধ

Last Updated:
Siliguri- শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরবাসীকে ট্রাফিক সংক্রান্ত নিয়মিত তথ্য দিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এ নতুন অফিসিয়াল পেজ চালু করেছে — ‘শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল’ নামে।
advertisement
1/6
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ! এক মিনিটে জানুন কোন রাস্তা কখন বন্ধ
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরবাসীকে ট্রাফিক সংক্রান্ত নিয়মিত তথ্য দিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এ নতুন অফিসিয়াল পেজ চালু করেছে — ‘শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল’ নামে। এই পেজটি শুধুমাত্র পুজোর জন্য নয়, সারা বছর ট্রাফিক আপডেট দেওয়ার জন্য ব্যবহার করা হবে।
advertisement
2/6
পুলিশ কমিশনার সি সুধাকার জানিয়েছেন, পুজোর সময় যান চলাচলে বিধি নিষেধ ও নিয়ম-শৃঙ্খলা রক্ষার জন্য দুটি এসপি পর্যায়ের কর্মকর্তা ডিসিপিদের সঙ্গে শহরে কাজ করবেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
বড় পুজো মণ্ডপের এক কিলোমিটার পর্যন্ত রাস্তা বাইক, স্কুটি বা গাড়ির জন্য বন্ধ থাকবে। ডিসিপি কাজী সামসুদ্দিন আহমেদ বলেন, মায়াবী ক্লাব হাইওয়ের দুপাশে, জাতীয় শক্তি সংঘ ক্লাব ও পাঠাগার সংলগ্ন এলাকা এবং গণেশ ঘোষ কলোনির পুজোর মাঠে পার্কিং সুবিধা থাকবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
শহরে পাকা বাড়ি, জনসমাগম এলাকা এবং নারী নিরাপত্তার জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা থাকবে। ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যান্টি ক্রাইম ও এন্টি ইভটিজিং টিম কাজ করবে। পুলিশ কমিশনার জানিয়েছেন, ড্রোন ও নাইট ভিশন ড্রোনের মাধ্যমে রাতের সময়ও নজরদারি চালানো হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পঞ্চমী থেকে দ্বাদশী পর্যন্ত যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। শহরের ১৯টি ট্রাফিক বুথ এবং ৮৩টি পুজোর রুট ম্যাপে প্রকাশ করা হয়েছে। মোট পাঁচ হাজার পুজো বন্ধু ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এই প্রস্তুতি শহরের প্রধান রাস্তা, পূজা মণ্ডপ ও জনসমাগম এলাকায় নিরাপদ চলাচল নিশ্চিত করবে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ, নতুন অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ এবং প্রশিক্ষিত পুজো বন্ধুরা মিলিয়ে শহরে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পুজো উদযাপন নিশ্চিত করবে। ড্রোন নজরদারি, পার্কিং বন্দোবস্ত এবং নিয়মিত ট্রাফিক আপডেটের মাধ্যমে শহরবাসী এক নজরে জানতে পারবে কোন রাস্তা কখন বন্ধ, যাতে যানজট এবং দুর্ঘটনার সম্ভাবনা কমানো যায়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri Durga Puja : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ! এক মিনিটে জেনে নিন কোন রাস্তা কখন বন্ধ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল