Durga Puja Jungle Safari: এই পুজোয় জঙ্গলের ভিতর গন্ডার-হাতিদের রাজ্যে, খুলে গেল জঙ্গল সাফারির বুকিং
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Durga Puja Jungle Safari: খুলে গেল জঙ্গলের দরজা! সাফারির ইচ্ছা থাকলে ঝটপট বুকিং সেরে ফেলুন তিন মাস জঙ্গল বন্ধ থাকার পর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল।
advertisement
1/5

তিন মাস জঙ্গল বন্ধ থাকার পর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। ফের বন্যপ্রাণীদের দেখার , জঙ্গলে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকরা।
advertisement
2/5
তিন মাস জঙ্গল বন্ধ থাকার ফলে ডুয়ার্সের গরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান সহ চাপরামারি, বক্সা, চিলাপাতা গভীরে থাকা বনবাংলো গুলিতে পর্যটকরা এই তিন মাস বন বাংলো গুলিতে ইচ্ছে থাকলেও রাত কাটাতে পারেননি আজ থেকে দরজা খুলে গেল।
advertisement
3/5
পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষা করছে উত্তরে সবুজে ঘেরা জঙ্গল ডুয়ার্স! হালকা রোদের ফাঁক দিয়ে সে বন্যপ্রাণ উঁকি মারছে আপনার জন্য।
advertisement
4/5
অন্যদিকে পর্যটকদের গাড়িতে করে ঘোরানোর জন্য যে জিপসি রয়েছে তাদেরও পুজো দিয়ে আজ থেকে জোরকদমে চলবে পর্যটকদের নিয়ে উত্তরের জঙ্গলের অজানা জায়গা ঘোরানো।
advertisement
5/5
ডুয়ার্সের দরজা খুলে যাওয়ার পর সকাল থেকেই উপচে পড়ছে ভিড় রামসাই গরু মারা বিভিন্ন গেটগুলির সামনে আপনারও গন্তব্য স্থল হতে পারে। এবার পুজোয় চলে আসুন তড়িঘড়ি।