North Bengal news: পাহাড়ে টানা বৃষ্টিতে বিপদ উত্তরবঙ্গে! যে কোনও সময় বন্যা, তিস্তায় লাল সতর্কতা জারি
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়ির মধ্যে দিয়ে বয়ে যাওয়া তিস্তার কখনও জল বাড়ছে এবং কখনো জল কমছে । বতর্মানে পাহাড়ের বৃষ্টির পরিমাণ বেড়েছে তাই তিস্তার জল বেড়েছে।
advertisement
1/5

পাহাড়ে অবিরাম বৃষ্টি, তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ অসুরক্ষিত এলাকায় লাল সতর্কতা
advertisement
2/5
বিগত কয়েক দিন ধরে উত্তর সিকিমে চলছে ভারী বৃষ্টিপাত।বর্ষায় সমতলের অন্যতম বিপজ্জনক নদী তিস্তার উৎস সেই সিকিমের হিমবাহ।
advertisement
3/5
যে কারণে হু হু করে জল নেমে আসায় নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার রাত থেকেই।সেচ দফতর ইতিমধ্যেই তিস্তা নদীর অববাহিকায় অবস্থিত মেখলিগঞ্জ লাগোয়া নদীর পার্শ্ববর্তী এলাকার সুরক্ষিত অঞ্চলে হলুদ এবং আন অসুরক্ষিত এলাকায় লাল সতর্কতা সংকেত জারী করেছে বলে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে।
advertisement
4/5
জলপাইগুড়ির মধ্যে দিয়ে বয়ে যাওয়া তিস্তার কখনও জল বাড়ছে এবং কখনো জল কমছে । বতর্মানে পাহাড়ের বৃষ্টির পরিমাণ বেড়েছে তাই তিস্তার জল বেড়েছে।
advertisement
5/5
জলপাইগুড়ির মধ্যে দিয়ে বয়ে যাওয়া তিস্তার কখনও জল বাড়ছে এবং কখনো জল কমছে । বতর্মানে পাহাড়ের বৃষ্টির পরিমাণ বেড়েছে তাই তিস্তার জল বেড়েছে।