Selfie With Hanuman: দরজা খুলতেই হনুমান! খেতে দিয়ে সেলফি তুলতে ব্যস্ত সাধারণ মানুষ! কোথায় ঘটল এমন কাণ্ড?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়ি শহর সংলগ্ন বোদাগঞ্জ ফরেস্ট এবং চা বাগান সহ লাটাগুড়ি ফরেস্ট রয়েছে। হয়তো সেই জঙ্গল থেকেও এই হনুমান আসতে পারে বলে অনেকের ধারণা। তবে বাসিন্দারা বনদফতর দৃষ্টি আকর্ষণ করেছেন।
advertisement
1/5

লোকালয়ে বিশালাকার হনুমান। হনুমান দেখতে ভিড় জমিয়েছে জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনি, টোপামারি এলাকায় বাসিন্দারা। হনুমানের সঙ্গে কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত
advertisement
2/5
জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি, টোপামারি এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির হনুমান। হনুমান দেখতে ছোট থেকে বড় বহু মানুষ ভিড় জমিয়েছেন।
advertisement
3/5
কেউ কেই আবার কলা খাওয়াচ্ছেন কেউবা আবার রুটি, বিস্কুট দিচ্ছেন। হনুমান এভাবে বাড়ি ও বাড়িতে রাস্তার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে দেখে অনেকেই হতবাগ, তবে বেশ কয়েক ঘন্টা ধরে শহরের দাপিয়ে বাড়ালেও খবর লেখা পর্যন্ত কাউকে কোন আহত করার খবর মেলেনি।
advertisement
4/5
তবে বিশাল আকৃতির এই হনুমান দেখে হঠাৎই পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়ছেন। ছবিও তুলছেন হিড়িক
advertisement
5/5
জলপাইগুড়ি শহর সংলগ্ন বোদাগঞ্জ ফরেস্ট এবং চা বাগান সহ লাটাগুড়ি ফরেস্ট রয়েছে। হয়তো সেই জঙ্গল থেকেও এই হনুমান আসতে পারে বলে অনেকের ধারণা। তবে বাসিন্দারা বনদফতর দৃষ্টি আকর্ষণ করেছেন।