Durga Puja 2024: সিঁদুরের রঙে মাকে রাঙিয়ে বিজয়া দশমীতে মহিলারা মাতলেন সিঁদুর খেলায়
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Durga Puja 2024: দশমীতে সিঁদুরের রাঙা আভায় লাল হয়ে উঠল মণ্ডপ। বিদায় বেলায় বিষাদের সুর, আবার এক বছরের অপেক্ষা।
advertisement
1/5

বাপের বাড়ি থেকে কৈলাসের পতিগৃহে রওনা দেবেন ভগবতী, রীতি মেনে সিঁদুর খেলায় মাতল জলপাইগুড়িবাসী!
advertisement
2/5
বিজয়াদশমীতে সিঁদুর দানের আগে পান্তাও কচুশাক খাওয়ার রীতি তার আয়োজন করা হয়েছে বিভিন্ন পূজা মন্ডপ গুলিতে।
advertisement
3/5
মায়ের সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে একে অপরকে সিন্দুর খেলায় নিয়ে মাতল মহিলারা।
advertisement
4/5
দশমীতে সিঁদুরের রাঙা আভায় লাল হয়ে উঠল মণ্ডপ। বিদায় বেলায় বিষাদের সুর, আবার এক বছরের অপেক্ষা।
advertisement
5/5
এবারের পুজোয় এমনিতেই একদিন কম। উমার বিদায়বেলায় উৎসবের আনন্দে সবটুকু উপভোগ করে নিতে ব্যস্ত সবাই