Bolla Kali Puja Ornaments: বোল্লা মা কালীর অপূর্ব রূপ, হিরের টিপ, সোনার জিভ, গলায় মুন্ডমালা ও রুপোর নুপূরে জ্বলজ্বল করবেন বোল্লা কালী মা, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Bolla Kali Puja Ornaments: এবারের পুজোয় হিরের টিপ, সোনার জিভ, মুন্ডমালা ও রুপোর নুপুরে জ্বলজ্বল করবেন বোল্লা কালীমা
advertisement
1/5

বোল্লা পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই লক্ষ লক্ষ পূর্ণার্থীর সমাগম শুরু হয়েছে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়, রাজ্য সহ পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে পরিবার পরিজন নিয়ে মেলা চত্বরে ভিড় জমাচ্ছেন অনেকেই। সুস্মিতা গোস্বামী
advertisement
2/5
এবার সোনা-রুপোর পাশাপাশি হীরের অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে বোল্লা কালীকে। মোট অলংকারের পরিমাণ হতে চলেছে প্রায় ৩০ কিলো। এত বিপুল পরিমাণ সোনা, হিরে ও রুপোর অলংকার এর আগে কোনও বছর দেখা যায়নি।সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
বোল্লা রক্ষাকালী পুজোয় এবারে মায়ের অলংকার সামগ্রীর সঙ্গে চলতি বছরের যুক্ত হতে চলেছে হীরের টিপ। এবারের পুজোর বিশেষ আকর্ষণ এক ভক্তের দেওয়া সোনার উপর হীরে বসানো টিপ।সুস্মিতা গোস্বামী
advertisement
4/5
এক ভক্তের দেওয়া ১০০ গ্রাম ওজনের সোনার জিভা যা বোল্লা মায়ের পুজোয় এবারের নতুন সংযোজন। যা ইতিমধ্যেই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
৫ কেজি ১০০ গ্রাম ওজনের পায়ের নুপুরে বোল্লা কালী মায়ের পা যেন ঝলমলে হয়ে উঠেছে। সঙ্গে রয়েছে ৬ কেজি ওজনের মুন্ডমালা। ফলে এবছর সাড়ে সাত হাত উচ্চতার রক্ষাকালী দেবীর দর্শন পেতে বোল্লায় ভক্তদের ভিড় উপচে পড়ছে।সুস্মিতা গোস্বামী