#LokSabhaElection2019: পাহাড়ে জোরদার প্রচার দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তার
Last Updated:
advertisement
1/13

লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে জিএনএলএফ সমর্থিত বিজেপি প্রার্থী রাজু বিস্তা ।
advertisement
2/13
জন্ম মণিপুরে ও থাকেন দিল্লিতে, রাজু বিস্তাকে নিয়ে পাহাড়ের একাংশ ক্ষুব্ধ থাকলেও আপাতত জোরদার ভোটপ্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী ।
advertisement
3/13
প্রবীণ গোর্খা নেতা স্বরাজ থাপার পদত্যাগের দিনই বিস্তাকে দার্জিলিং কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি । স্বরাজ থাপার মতে বিস্তা একজন 'বহিরাগত'।
advertisement
4/13
২০১৪ লোকসভা নির্বাচনের বিজয়ী প্রার্থী ও সাংসদ এসএস আহলুওয়ালিয়া সপ্তদশ নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই ।
advertisement
5/13
তবে বিজেপির সাধারণ সভাপতি কৈলাস বিজয়বর্গীয়র মতে সামাজিক কাজকর্মে বিস্তার প্রভুত অবদান রয়েছে ও সেই কারণেই তাঁকে টিকিট দেওয়া হয়েছে ।
advertisement
6/13
জিএনএলএফ মুখপাত্র নীরজ জিম্বার মতে এই নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও বিস্তাকে প্রার্থী হিসেবে তাঁরা গ্রহণ করেছেন ।
advertisement
7/13
তবে যাবতীয় বিতর্কের মধ্যেই পাহাড়ে জোরদার প্রচারকাজে ব্যস্ত লোকসভা প্রার্থী রাজু বিস্তা ।
advertisement
8/13
বিস্তার বিরুদ্ধে লড়বেন তৃণমূল প্রার্থী অমর সিং রাই, গোর্খা নেতা ও বিধায়ক ।
advertisement
9/13
'লুক ইস্ট' নীতি অর্থাৎ পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবেই দার্জিলিং অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বিজেপির জন্য ।
advertisement
10/13
২০০৯ ও ২০১৪ সালে এই কেন্দ্র জয়লাভ করেছিল কেন্দ্রীয় শাসক দল ও বিস্তাকে দিয়ে এইবারেও এই ধারা অব্যাহত রাখার লক্ষ্য স্থাপন করেছে বিজেপি ।
advertisement
11/13
অপেক্ষাকৃত ভাবে বিস্তা একজন নতুন মুখ।
advertisement
12/13
দার্জিলিঙে নানা প্রান্তে লোকসভা প্রচার করছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ।
advertisement
13/13
বিস্তার প্রচারে দেখা গিয়েছে তাঁর সমর্থকদেরও ।