North 24 Parganas News: পশুপাখি দর্শনের নয়া ঠিকানা নিউটাউনে, মাত্র এত টাকায় ঘুরে দেখুন নতুন চিড়িয়াখানা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
North 24 Parganas News: আকার আয়তনে আরও কিছুটা বাড়বে নিউ টাউনের হরিনালয়। এজন্য আরও জমি খুঁজছে বন দফতর। কম করে এখনও পাঁচ একর জমির দরকার। এদিন এমনটাই জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
advertisement
1/8

মাত্র ৩০ টাকাতেই এবার জেলায় মিনি চিড়িয়াখানা। সপ্তাহে ছ’দিন খোলা থাকবে এই পার্ক। বাঘ, সিংহ, হরিণ, জলহস্তী, জেব্রা, জিরাফ-সহ বিভিন্ন প্রাণীর এর দেখা মিলবে এখানে। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
2/8
বলা যায়, আলিপুর চিড়িয়াখানার পর আরও একটি চিড়িয়াখানা পেল তিলোত্তমা। ইতিমধ্যেই নিউ টাউনে এই চিড়িয়াখানাকে ঘিরে মানুষের আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
3/8
তবে আকার আয়তনে আরও কিছুটা বাড়বে নিউ টাউনের হরিনালয়। এজন্য আরও জমি খুঁজছে বন দফতর। কম করে এখনও পাঁচ একর জমির দরকার। এদিন এমনটাই জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
4/8
হাওড়া থেকে ভার্চুয়ালি নিউ টাউনের হরিনালয় বা মিনি জু-র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বনমন্ত্রী ঘোষণা করেন, নিউ টাউনের হরিনালয়ে আগামী এক-দু’মাসের মধ্যে বাঘ ও সিংহ আসবে। তারপর একে একে ব্ল্যাক প্যান্থার, বাঁদর-সহ অন্যান্য জীবজন্তু আনা হবে। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
5/8
মন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই ১৯ কোটি টাকা খরচ হয়েছে। তবে আরেকটু জায়গার সন্ধান করা হচ্ছে। আরও পাঁচ একর মতো জমি পেলেই চিড়ায়াখানাকে আলিপুরের বিকল্প চিড়িয়াখানা হিসাবে গড়ে তোলা যাবে। মিনি জু-র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ইকোপার্ক ঘুরতে গিয়ে একবার হরিনালয় দেখে আসবেন, সবার ভাল লাগবে।’’ (Reporter: Rudra Narayan Roy)
advertisement
6/8
বন দফতর সূত্রে খবর, মাস তিনেকের মধ্যে গড়চুমুকে আরও একটি চিড়িয়াখানা তৈরি হবে, সেখানে গঙ্গার পাড়ে ডলফিনের প্রজননের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। উত্তরবঙ্গে মহানন্দা অভয়ারণ্যে শকুন সংরক্ষন করার চিন্তাভাবনা করা হয়েছে। সাঁতরাগাছি-সহ অন্যান্য জলাশয়ে যাতে বেশি করে পরিযায়ী পাখি আসে, সে ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
7/8
উত্তরবঙ্গে হাতি চলাচলের জন্য সাতটি করিডোর তৈরি করা হবে ১১৩ কোটি টাকা খরচ করে। প্রত্যেকটি করিডোর ২০০ মিটার চওড়া ও সাড়ে পাঁচ কিলোমিটার করে দৈর্ঘ্য হবে। পাশাপশি দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটি হাতি করিডোর তৈরি করা হবে। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
8/8
প্রসঙ্গত, ২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ছয় নম্বর গেটের পাশে এই হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই চিড়িয়াখানা চালু হওয়ায় শিশু থেকে সকল বয়সের মানুষেরাই এখানে গিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। তাই আর দেরি না করে ঘুরে আসতেই পারেন নিউ টাউনের হরিণালয়ে। (Reporter: Rudra Narayan Roy)
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পশুপাখি দর্শনের নয়া ঠিকানা নিউটাউনে, মাত্র এত টাকায় ঘুরে দেখুন নতুন চিড়িয়াখানা!