TRENDING:

North 24 Parganas News: সেলিব্রেটি সন্তু 'বদ মায়না'র সঙ্গে ভারত ছাড়ছে, মন খারাপ ফ্যানেদের

Last Updated:
বাংলাদেশের খুলনা থেকে এসে মাস কয়েকের জন্য মধ্যমগ্রামের ভাড়া বাড়িতে আস্তানা গেড়ে ছিল সন্তু। তাকে দেখতে ছুটে গিয়েছিলেন দেবশ্রী রায়, ইমন, দেবলিনার মত টলিউড সেলেব্রেটিরা। প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় জমান বাড়ির সামনে। বড় বড় তারকাদের টেক্কা দেবে সন্তুর জনপ্রিয়তা। কিন্তু সেই এবার সঙ্গী ময়নার সঙ্গে ভারত ছাড়ছে। আর তাতেই মন খারাপ অনুরাগীদের
advertisement
1/9
ভারত ছেড়ে ঘরে ফিরছে সন্তু, সঙ্গী সেই 'বদ মায়না'
এই হলেন সেলিব্রেটি সন্তু। সোশ্যাল মিডিয়ায় এনার যা ফ্যান ফলোয়ার তা আচ্ছা আচ্ছা নামিদামি সেলিব্রেটিকে কুপোকাত করে দেবে!
advertisement
2/9
সোশ্যাল মিডিয়ায় সন্তুকে দেখার জন্য প্রতিমুহূর্তে অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ ফ্যান। সেই সন্তুই এবার চলল বাড়ি, ফলে মন খারাপ সকলের।
advertisement
3/9
ইউটিউবার বদ ময়নার পোষ্য আমাদের এই সন্তু। তবে ভারতে এসে সকলের মন মাতিয়ে দিয়েছিল সে
advertisement
4/9
বদ ময়না ওরফে তনুশ্রী রায় আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় অবশ্য তনুশ্রীকে সকলে ময়না নামেই চেনেন। সোশ্যাল মিডিয়ায় তনুশ্রী ও সন্তুর কাণ্ডকারখানা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
advertisement
5/9
সেই তনুশ্রী পোষ্য সন্তুকে নিয়ে গত কয়েক মাস ধরে মধ্যমগ্রামের একটি বাড়িতে ভাড়া থাকছিলেন। নিজেদের ব্যক্তিগত প্রয়োজনেই এপার বাংলায় এসেছিলেন তাঁরা। তবে ভারতবর্ষের পর্ব এবার শেষ হতে চলল তাঁদের। আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ময়না ও সন্তুর
advertisement
6/9
সন্তু এতটাই বিখ্যাত যে মধ্যমগ্রামে আসতেই বাংলা চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার দেবশ্রী রায় তাঁকে দেখতে ছুটে যান
advertisement
7/9
দেবশ্রীকে দিয়ে শুরু হলেও এরপর দেবলীনা, ইমনের মত বহু সেলিব্রেটি বারে বারে ছুটে গিয়েছেন বদ ময়নার মধ্যমগ্রামের ভাড়া বাড়িতে
advertisement
8/9
আকর্ষণীয় একটা তথ্য হল বাংলাদেশের বাড়ি হলেও সন্তুর বেশি ফ্যান এপার বাংলায়। তবে শুধু ভারত ও বাংলাদেশ নয়, বিশ্বের নানান প্রান্তেই সন্তুর ফ্যান ছড়িয়ে ছিটিয়ে আছে
advertisement
9/9
সন্তুর ফিরে যাওয়ার খবরে এপার বাংলার অনুরাগীদের যদিও এখন মন খারাপ।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সেলিব্রেটি সন্তু 'বদ মায়না'র সঙ্গে ভারত ছাড়ছে, মন খারাপ ফ্যানেদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল