TRENDING:

Weather Forecast: শক্তি বাড়িয়ে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ! কোন কোন জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব! রইল লেটেস্ট আপডেট

Last Updated:
Weather Alert: গভীর নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় সমুদ্র ও নদীর জলস্তর বাড়ছে। বেহাল বাঁধ উপচে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
advertisement
1/6
শক্তি বাড়িয়ে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ! কোন কোন জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব! আপডেট
*শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে, তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও। মঙ্গলবার রাত থেকেই অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা সহ উপকূলবর্তী এলাকায়। জায়গায় জায়গায় বজ্রপাতের ঘটনাও সামনে এসেছে। ফাইল ছবি। 
advertisement
2/6
*অতি গভীর নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। নবান্নের তরফে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ফাইল ছবি। 
advertisement
3/6
*গভীর নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় সমুদ্র ও নদীর জলস্তর বাড়ছে। বেহাল বাঁধ উপচে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ-সহ বেশ কিছু এলাকায় নদীবাঁধের ভাঙন দেখা গিয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে সুন্দরবন এলাকার মানুষ। ফাইল ছবি। 
advertisement
4/6
*মঙ্গলবারের পর আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গতকালই গভীর নিম্নচাপে রূপান্তরিত রয়েছে। যার জেরে গতকাল রাজ্যের বিভিন্ন জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। ফাইল ছবি। 
advertisement
5/6
*হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি নিচু এলাকা গুলি জলমগ্ন হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি। 
advertisement
6/6
*মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
Weather Forecast: শক্তি বাড়িয়ে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ! কোন কোন জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব! রইল লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল