Battle Hairfall: চুল পড়া বন্ধ হচ্ছে না কিছুতেই ? সস্তার কচুর লতিই করবে কামাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
advertisement
1/5

গ্রামে খালবিল রাস্তার ধার থেকে শুরু করে বাগানে দেখা মেলে আগাছা জাতীয় বহুল উপকারী উদ্ভিদের। এর মধ্যে কচুর লতি অন্যতম।
advertisement
2/5
কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমানে ডায়াটারি ফাইবার বা আঁশ, যা খাবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে।
advertisement
3/5
সম্প্রতি বেশকিছু এলাকায় বাণিজ্যিকভাবে কচু শাকের পাশাপাশি কচুর লতিরও চাষ হচ্ছে।
advertisement
4/5
কচুর লতিতে প্রচুর পরিমানে ভিটামিন সি আছে, যা সংক্রামক রোগ দূরে রাখে।
advertisement
5/5
কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম যা হাড় শক্ত করে ও চুলপড়া রোধ করে।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
Battle Hairfall: চুল পড়া বন্ধ হচ্ছে না কিছুতেই ? সস্তার কচুর লতিই করবে কামাল