বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা, জল ঢুকে তছনচ এলাকা
Last Updated:
আট লক্ষ কিউসেক জল ছাড়া হয় হাতানি কুঁদ ব্যারেজ থেকে। এর জেরে যমুনা নদীর জল বেড়ে যায়। নদীপাড়ের বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে।
advertisement
1/6

ভারী বৃষ্টিতে জলস্তর বেড়েছে যমুনার। হাথনীকুন্ড বাঁধ থেকে জল ছাড়ায় বিপদ আরও বেড়েছে। (Image: Pradip Pradhan)
advertisement
2/6
বন্যা সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের বেশ কিছু জায়গায়। (Image: Pradip Pradhan)
advertisement
3/6
ইতিমধ্যেই নীচু জায়গা থেকে বাসিন্দাদের সরানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। (Image: Pradip Pradhan)
advertisement
4/6
আপাতত আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। যমুনার জলস্তর আরও বাড়তে বাড়ে বলে আশঙ্কা। (Image: Pradip Pradhan)
advertisement
5/6
নদীপাড়ের বসবাসকারীদের এলাকা খালি করার নির্দেশ আগেই জারি করেছে প্রশাসন। (Image: Pradip Pradhan)
advertisement
6/6
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল দিল্লিবাসীদের কাছে অনুরোধ করেছেন, এই দুর্যোগে তাঁরা যেন নিরাপদ আশ্রয় বেছে নেন আগে থেকে। (Image: Pradip Pradhan)